ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে বছর শুরু ম্যানইউ-লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
জয়ে বছর শুরু ম্যানইউ-লিভারপুলের ছবি: সংগৃহীত

জয় দিয়ে নতুন বছর শুরু করলো দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ক্লাবের সাবেক আইকন ওয়েইন রুনির এভারটনের মাঠ থেকে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে ফেরে ম্যানইউ। স্বাগতিক বার্নলিকে ২-১ ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে অল রেডসরা।

টানা তিনটি লিগ ম্যাচ ড্রয়ের পর জয়ে ফিরেছে হোসে মরিনহোর ম্যানইউ। ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না স্ট্রাইকার রোমেলু লুকাকু।

৫৭ ও ৮১ মিনিটে গোল দু’টি করেন অ্যান্থোনি মার্শাল ও জেসে লিনগার্ড।

আগের ম্যাচের (লিচেস্টার সিটির বিপক্ষে ২-১) জোড়া গোলস্কোরার মোহাম্মদ সালাহ ও ফিলিপ্পে কুতিনহোর অনুপস্থিতিতে শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নেয় লিভারপুল।

ছবি: সংগৃহীতইনজুরি টাইমের হেডে জয়সূচক গোল উপহার দেন সেন্টারব্যাক রাগনার ক্লাভান। তার আগে ৬১ মিনিটে সাদিও মানের গোলে লিড নেওয়ার পর নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সমতায় ফেরে স্বাগতিক শিবির। ছোটখাট ইনজুরি আক্রান্ত ব্রাজিলিয়ান কুতিনহো ও ফর্মের তুঙ্গে থাকা মিশরীয় ফরোয়ার্ড সালাহকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ ইয়োর্গেন ক্লপ।

২২তম রাউন্ডে ওয়াটফোর্ডকে আতিথ্য দেবে টানা ১৮ ম্যাচ জয়ের পর সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসে গিয়ে হোঁচট খাওয়া ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় খেলা শুরু হবে। আগামীকাল একই সময়ে হাইভোল্টেজ লড়াইয়ে মাঠে নামবে আর্সেনাল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায়।

ছবি: সংগৃহীতপয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেছে ম্যানইউ। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭। ২ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা চেলসি। চতুর্থ পজিশন ধরে রেখেছে লিভারপুল (২২ ম্যাচে ৪৪)। ২১ ম্যাচে ৩৮ পয়েন্টে পাঁচ নম্বরে আর্সেনাল। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শিরোপার দিকে ছুটছে শীর্ষস্থানধারী ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।