ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার এক মাস মাঠের বাইরে ডেম্বেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এবার এক মাস মাঠের বাইরে ডেম্বেলে ছবি:সংগৃহীত

ফিলিপ কুতিনহোর আগে বার্সেলোনা রেকর্ড ট্রান্সফার ফি’তে দলে ভিড়িয়েছিল বুরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার উসমান ডেম্বেলেকে। তবে কাতালান ক্লাবে যোগ দিয়েই চোটে পড়েছিলেন। যেখানে প্রায় সাড়ে তিন মাস মাঠের বাইরে ছিলেন। আর এবার দলে ফিরে কয়েক দিনের ব্যবধানে আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন।

ধারণা করা হচ্ছে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সা এ তারকাকে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পাওলিনিয়োর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ফ্রেঞ্চ এই স্ট্রাইকার।

যেখানে নিজ দল ৪-২ গোলের জয় পেলেও নতুন করে চোট পান ডেম্বেলে।

এর আগে ফিনল্যান্ডে অস্ত্রোপচার করার পর ২০১৭ সালের বাকি সময়টায় আর খেলা হয়নি তার। চলতি মাসেই দলে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।