ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

নয় জনের দল নিয়েও চেলসির রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
নয় জনের দল নিয়েও চেলসির রোমাঞ্চকর জয় ছবি:সংগৃহীত

এফএ কাপে তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মাঠে নেমেছিল চেলসি ও নরউইচ। তবে ঘটনাবহুল এ ম্যাচটিতে দুই লাল কার্ডে নয় জনের দলে পরিণত হয় ‍অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। কিন্তু ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ব্লুজ খ্যাত দলটি।

ম্যাচের ৫৫ মিনিটে বাতসুয়াইর গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু পর পর দুইবার ফাউল করায় দলটির ফুটবলার পেদ্রো ও মোরাতাকে রেফারি মাঠ ছাড়া করেন।

এরই সুযোগে অতিরিক্ত সময়ে জামাল লিউইস হেডে গোল শোধ করে নরউইচকে ম্যাচে রাখেন।

টাইব্রেকারে আসল চমকটি দেখান চেলসির গোলরক্ষক উইলি কাবাল্লেরো। দারুণ দক্ষতা দেখিয়ে তিনি প্রতিপক্ষের অলিভিয়েরার প্রথম শটটিই ঠেকিয়ে দেন। পরে চেলসির উইলিয়ান, ডেভিড লুইস, আজপিলিকুয়েতা, কান্তে ও এডেন হ্যাজার্ড সফলতা দেখিয়ে জয় নিশ্চিত করেন।  

আগামী ২৭ জানুয়ারি চতুর্থ রাউন্ডে নিউক্যাসেলকে আতিথিয়েতা জানাবে কোন্তের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।