ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফুটবলারকে লাথি মারায় নিষিদ্ধ রেফারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ফুটবলারকে লাথি মারায় নিষিদ্ধ রেফারি ছবি:সংগৃহীত

ঘটনাটি এ বছরের শুরুতে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ন্যান্তেসের রক্ষণভাগের ফুটবলার দিয়েগো কার্লোসকে লাথি মেরেছিলেন রেফারি টনি চ্যাপরন। শুধু তাই নয়, তারপর তিনি লাল কার্ডও দেখিয়েছিলেন সেই ফুটবলারটিকে!

ম্যাচের পর অবশ্য বসে থাকেনি ন্যান্তেস। রেফারির বিরুদ্ধে তারা অভিযোগ করে বসে।

তারই ভিত্তিতে চ্যাপরনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হলো।

শুনানির জন্য ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনে হাজির হয়েছিলেন রেফারি চ্যাপরন। সঙ্গে ছিলেন তার আইনজীবি। এই বৈঠকে চ্যাপরন জানান, তিনি ইচ্ছা করে দিয়েগো কার্লোসকে লাথি মারেননি। কিন্তু সেই ঘটনার ভিডিও একাধিকবার দেখার পর তার বক্তব্য ধোপে টেকেনি।  

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে ফ্রেঞ্চ লিগে ম্যাচ পরিচালনা করছেন চ্যাপরন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।