ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অাগুয়েরোর চার গোলের রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
অাগুয়েরোর চার গোলের রাত ছবি: সংগৃহীত

লিচেস্টার সিটির জালে চারবার গোল উৎসবে মাতলেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন তারকার চোখ ধাঁধানো নৈপুণ্যে লিচেস্টার সিটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের শিরোপার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

গোল করিয়ে নেপথ্য কারিগর ছিলেন কেভিন ডি ব্রুইন। তিনটি অ্যাসিস্ট করেন বেলজিয়ান মিডফিল্ডার।

ঘরের মাঠে দাপুটে জয়ে ১৬ পয়েন্টের লিড নিয়েছে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে খেলা শুরুর তিন মিনিটেই ম্যানসিটিকে লিড এনে দেন রাহিম স্টার্লিং। ২৪ মিনিটে লিচেস্টারকে সমতায় ফেরান জ্যামি ভার্ডি। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

ছবি: সংগৃহীতবিরতির পর আগুয়েরো-ডি ব্রুইন শো’র কাছে অসহায় আত্মসমর্পণই করে ভিজিটররা। তিন মিনিট না যেতেই দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন আগুয়েরো। পাঁচ মিনিট পর আবারো সতীর্থদের মধ্যমণি বনে যান। এটিরও উৎসমূলে ছিলেন ডি ব্রুইন। দলের প্রথম তিনটি গোলই আসে তার পাসে থেকে।

ম্যাচের ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। শেষদিকে এসে নিজের চতুর্থ গোলউৎসব করেন। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসান দর্শকদের।

ছবি: সংগৃহীতএদিকে, ম্যানসিটির উড়ন্ত জয়ে বিপরীতে টটেনহামের মাঠ থেকে ১-০ ব্যবধানের হারের হতাশা নিয়ে ফিরেছে আর্সেনাল। একমাত্র গোলটি গোলটি করেন ইনফর্ম হ্যারি কেন।

পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুর্বার গতিতে ছুটছে ম্যানসিটি। তিন নম্বরে উঠে আসা টটেনহামের সংগ্রহ ৫২। ৪ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় পজিশনে এক ম্যাচ কম খেলা হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।