ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজির মাঠে শঙ্কায় মদ্রিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
পিএসজির মাঠে শঙ্কায় মদ্রিচ ছবি:সংগৃহীত

প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী ৬ মার্চ পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে হবে ফিরতি লেগের খেলা।

এ ব্যাপারে কোচ জিনেদিন জিদান জানান, ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ফলে মঙ্গলবার দলের অনুশীলনে ছিলেন না মদ্রিচ।

এমনকি বুধবার লা লিগায় লেগানেসের মাঠে হতে যাওয়া ম্যাচেও তাকে বাইরে রাখা হয়েছে।

মদ্রিচের চোট খুব একটা গুরুতর নয় বলে জানান জিদান। তবে কবে নাগাদ তিনি ফিরবেন সে ব্যাপারে কিছুই জানাননি।

গত সপ্তাহে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে জেতে রিয়াল। তবে সেই ম্যাচে খেলা দলের এ নিয়ে তিন জন খেলোয়াড় চোটে পড়ল।

হাঁটুর চোটে ভুগছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। আর রোববার লিগে রিয়াল বেটিসের বিপক্ষে ৫-৩ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ছিটকে যাওয়া ডিফেন্ডার মার্সেলো হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।