ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফুটবল সমর্থকদের সংঘর্ষে পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
ফুটবল সমর্থকদের সংঘর্ষে পুলিশ কর্মকর্তার মৃত্যু ছবি: সংগৃহীত

ইউরোপা লিগে অ্যাথেলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলা শুরুর আগে স্পার্তাক মস্কোর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। উত্তর স্পেনের শহর বিলবাওয়ের সান মেমেস স্টেডিয়ামের বাইরে ম্যাচ সামনে রেখে ঘটনার সূত্রপাত।

দাঙ্গা হতে পারে এমন পূর্বাভাসে রাস্তায় বিপুল সংখ্যক অাইনশৃঙ্ক্ষলা সদস্য নিয়োজিত থাকা সত্ত্বেও দু’দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায়, এক পক্ষ আরেক পক্ষের দিকে অগ্নিশিখাসহ বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে।

মারামারি থামানোর চেষ্টা চালানোর সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন পুলিশ কর্মকর্তা। হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ছবি: সংগৃহীতনিহত পুলিশের নাম ইনোসেনসিও অ্যারিয়াস গার্সিয়া। বয়স ৫০। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ছবি: সংগৃহীতভিজিটর রাশিয়ান ক্লাবটি ফিরতি পর্বের ম্যাচ ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে বিদায় নিয়েছে। মস্কোতে অনুষ্ঠিত প্রথম লেগে ৩-১ ব্যবধানে জয়ের সুবাদে শেষ ষোলোতে উঠেছে বিলবাও।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।