ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ ষোলোতেই মুখোমুখি আর্সেনাল-এসি মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
শেষ ষোলোতেই মুখোমুখি আর্সেনাল-এসি মিলান ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের নিওনে হয়ে গেল ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র। কোয়ার্টার ফাইনালের মিশনে হাইভোল্টেজ এক ম্যাচ উপভোগ করবেন দর্শকরা। ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হবে ইতালিয়ান পরাশক্তি এসি মিলান।

আগামী ৮ মার্চ প্রথম লেগ ও কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ফিরতি পর্বের লড়াই মাঠে গড়াবে ১৫ মার্চ।  ইউরোপা লিগে শেষ ষোলো চূড়ান্ত

ড্রয়ের বাকি সাতটি লাইনআপ: ল্যাজিও বনাম ডায়নামো কিয়েভ, লেইপজিগ বনাম জেনিত সেইন্ট পিটার্সবার্গ, অ্যাতলেতিকো মাদ্রিদ বনাম লোকোমোতিভ মস্কো, সিএসকেএ মস্কো বনাম অলিম্পিক লিঁও, অলিম্পিক মার্শেই বনাম অ্যাতলেতিক বিলবাও, স্পোর্টিং লিসবন বনাম ভিক্টোরিয়া প্লাজেন ও বুরুশিয়া ডর্টমুন্ড বনাম রেড বুল সালজবার্গ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।