ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-সুয়ারেজকে বিশ্রাম দেওয়া হতে পারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
মেসি-সুয়ারেজকে বিশ্রাম দেওয়া হতে পারে ছবি:সংগৃহীত

খুবই ব্যস্ত সময়ের মধ্যদিয়ে চলতে হচ্ছে বার্সেলোনাকে। দলের ফুটবলাররা বিশ্রাম পাচ্ছেন না বললেই চলে। বিশেষ করে মেসি-সুয়ারেজদের মতো তারকারা তো একটি ম্যাচের পুরো সময়ই মাঠে থাকেন। তাই এবার বার্সার পরবর্তী ম্যাচে এ দু’জনকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্ডে।

লা লিগার ম্যাচে শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঘরের মাঠ কাম্প ন্যু’তে দুর্বল জিরোনাকে আতিথিয়েতা জানাবে বার্সা। তবে আট দিনের মধ্যে তিনটি ম্যাচ থাকায় এ ম্যাচে মেসি-সুয়ারেজকে বসিয়ে রাখতে পারেন ভালভার্ডে।

যেখানে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই লাস পালমাস ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ আছে তাদের।

এ প্রসঙ্গে ভালভার্ডে বলেন, ‘সম্ভাবনা আছে, কিন্তু সেটা আমি প্রকাশ করতে চাইছি না। আমি জিরোনাকে কোনো সূত্র পেতে দেব না। তারা নিজেদের মাঠে মেসির জন্য একজন ম্যান-মার্কার রেখেছিল। ’

এদিকে গত ‍দুই ম্যাচে বেঞ্চে বসে ছিলেন উসমান ডেম্বেলে। তবে এ ম্যাচে তাকে খেলানো হবে বলে নিশ্চিত করলেন ভালভার্ডে, ‘আমি মনে করি সে প্রস্তুত। তাই তাকে ডাকা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।