ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

চায়না কাপে উরুগুয়ের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
চায়না কাপে উরুগুয়ের শিরোপা জয় ছবি: সংগৃহীত

চায়না কাপের ফাইনালে ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো উরুগুয়ে। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন এডিনসন কাভানি। ম্যাচে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি গ্যারেথ বেলের ওয়েলস।

এদিন অবশ্য ম্যাচের প্রথমার্ধ কোনো গোল হয়নি। তবে বিরতির পর ৪৯ মিনিটে প্যারিস সেন্ট জার্মেই তারকা কাভানি উরুগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেন।

যদিও লুইস সুয়ারেজেরে দুটি শট গোলপোস্টে বাধা হয়।

উরুগুয়ে এর আগে সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। সে ম্যাচে একটি গোল করা বার্সেলোনা তারকা সুয়ারেজ দেশের হয়ে ৫০তম গোল উদযাপন করেছিলেন।

অন্যদিকে স্বাগতিক চীনকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছিল ওয়েলস। সে ম্যাচে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার বেল।

২০১৭ সাল থেকে বার্ষরিক এই আয়োজন শুরু করেছে চীন। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চিলি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।