ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

হংকংকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
হংকংকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ছবি:-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অনূর্ধ্ব-১৫ মেয়েদের চার জাতি জকি গার্লস ইন্টারন্যাশনাল ইয়ুথ আমন্ত্রণমূলক ফুটবল কাপে স্বাগতিক হংকংকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিক করেন তহুরা।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়া ও ইরানের বিপক্ষে গোল উৎসবে মেতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল তহুরা-শামসুন্নাহাররা।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জয় পায় বাংলাদেশ।

পরে ইরানকে ৮-১ গোলে হারায় লাল-সবুজের এই দলটি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।