ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের নতুন ঠিকানা হতে পারে ম্যানচেস্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
নেইমারের নতুন ঠিকানা হতে পারে ম্যানচেস্টার ছবি: সংগৃহীত

সার্জারির কারণে মাঠের বাইরে থাকা নেইমারের দলবদল আলোচনা কিছুটা চাপা পড়ে গেছে। স্প্যানিশ ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র বোধ হয় ব্যাপারটি ভালো লাগেনি! ইস্যুটিকে ফের উস্কে দিয়ে তাদের দাবি, এই সামারে পিএসজি ছাড়তে মরিয়া নেইমার এখন ট্রান্সফারের জন্য ‘প্ল্যান বি’ বিবেচনা করছেন।

রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে সাবেক বার্সেলোনা তারকার পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার। সূত্রমতে, ব্রাজিলিয়ান আইকনকে পেতে লড়াইয়ে নামতে পারে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।

বলা হচ্ছে, বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিকল্প ভাবছেন নেইমার। বিপরীতে সামার ট্রান্সফার উইন্ডোতে তাকে পেতে আঁটঘাট বেঁধে নামবে মাদ্রিদ জায়ান্টরা। সেই রেসে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ম্যানচেস্টারের দুই হেভিওয়েট ক্লাব।

রিয়ালেরও উপলব্ধি ২৬ বছর বয়সী নেইমারকে পেতে তাদেরকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, বিশেষ করে প্রিমিয়ার লিগের শিরোপা হাতের মুঠোয় নিয়ে আনা ম্যানসিটির কাছ থেকে।

গত বছরের আগস্টে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড (২২২ মিলিয়ন ইউরো) গড়ে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন নেইমার। কিন্তু বছর না ঘুরতেই প্যারিসে অসুখী থাকার খবর ছড়িয়ে পড়ে। দিনকে দিন পিএসজির ছাড়ার গুঞ্জনও ওঠে তুঙ্গে।

অধরা ব্যালন ডি’অর (বর্ষসেরার খেতাব) জয়ের স্বপ্নপূরণে রিয়ালে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনার কথা সবার মুখেমুখে। আবার বার্সায় ফিরে যাওয়ার গুজবও রটে সম্প্রতি। তাতে বাড়তি মাত্রা যোগ করলো নেইমারের বিকল্প চিন্তার খবর। এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও তাকে নিয়ে ঝড় উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।