ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সেভিয়ার মাঠে পিছিয়ে থেকেও জিতলো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
সেভিয়ার মাঠে পিছিয়ে থেকেও জিতলো বায়ার্ন ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্পেন থেকে স্বস্তি নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। সেভিয়ার মাঠে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় তুলে নেয় জার্মান জায়ান্টরা।

প্রথমার্ধের ৩২ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন মিডফিল্ডার পাবলো সারাবিয়া। পাঁচ মিনিট বাদে জেসুস নাভাসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ভিজিটররা।

বিরতির পর ৬৮ মিনিটের মাথায় বায়ার্নকে হেডে জয়সূচক গোল উপহার দেন আরেক স্প্যানিয়ার্ড থিয়াগো আলকানতারা। প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১২ ম্যাচে জয় পেলেন ইয়ুপ হেইঙ্কেস।

এদিকে, জুভেন্টাসকে তাদের মাঠেই ৩-০ ব্যবধানে উড়িয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো।  রোনালদো জাদুতে সেমির পথে রিয়াল মাদ্রিদ

আগামী বুধবার (১১ এপ্রিল) ফিরতি পর্বের ম্যাচে সেভিয়াকে আতিথ্য দেবে বাভারিয়ানরা। মাদ্রিদে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জুভিদের সামনে। দু’টি ম্যাচই শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ৪ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।