ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

রাতে হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
রাতে হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বি ছবি: সংগৃহীত

লা লিগায় মৌসুমের দ্বিতীয় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হতে যাচ্ছে  দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদ। শিরোপা রেসে বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকার বাস্তবতায় দু’দলেরই লক্ষ্য দ্বিতীয় স্থানে থেকে সিজন শেষ করা!

গত ২২ বছরে একবারই রিয়ালকে পেছরে ফেলে লিগ মৌসুম শেষ করতে পেরেছে অ্যাতলেতিকো। ৪ পয়েন্ট এগিয়ে থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

রোববার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

পয়েন্ট টেবিলে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চালকের আসনে বার্সা। ১২ পয়েন্ট পিছিয়ে এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো। সমান ৩০ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পুঁজি ৬৩।

গত নভেম্বরে প্রথম মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়। বলা হচ্ছে, বার্নাব্যুতেও লো-স্কোরিং ম্যাচই হতে পারে।

রিয়ালের কোচ হিসেবে হোম ভেন্যুতে লা লিগায় এখনো অ্যাতলেতিকোকে হারাতে পারেননি জিনেদিন জিদান। বার্নাব্যুতে লিগ ম্যাচে শেষ চারবারের ভিজিটে তিনবারই জয় (অন্যটি ড্র) নিয়ে ফেরে তারা।

অ্যাতলেতিকোর রক্ষণ ভেদ করতে কঠিন পরীক্ষা দিতে হতে পারে রোনালদো-বেল-বেনজেমাদের। বার্নাব্যুতে নিজেদের শেষ চার ম্যাচে মাত্র দু’বার গোল হজম করেছে তারা।

পয়েন্টে নগর প্রতিদ্বন্দ্বীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে জয় ভিন্ন কিছুই ভাবছে না লস ব্লাঙ্কসরা। আবার রিয়ালের মাঠের পারফরম্যান্সই অ্যাতলেতিকোর আত্মবিশ্বাসের জ্বালানি। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা একটি আগুনে ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।