ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে রেফারিদের পারিশ্রমিক কত?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৮
বিশ্বকাপে রেফারিদের পারিশ্রমিক কত? ছবি: সংগৃহীত

যেকোনো ফুটবল ম্যাচেই রেফারিদের ওপর একটা চাপ থাকে। বিশ্বকাপ হলে তো কথাই নেই। আসন্ন রাশিয়া ওয়ার্ল্ডকাপও এর ব্যতিক্রম নয়। যেখান থেকে পর্যাপ্ত পারিশ্রমিক নেবেন ম্যাচ অফিসিয়ালরা।

২০১৮ বিশ্বকাপে মোট ৩৬ জন রেফারি ও ৬৩ জন সহকারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন। তারা কি পরিমাণ আয় করবেন সেই অঙ্কটা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান আউটলেট ‘ইউওএল এস্পোর্তে’।

সূত্র মতে, সবার উপার্জন আবার এক হবে না। অভিজ্ঞতা ও ক্যারিয়ারের অগ্রগতি হিসেব করে ফিফা মনোনীত রেফারিরা থাকবেন পৃথক পৃথক ক্যাটাগরিতে।

জার্মানির ফেলিক্স ব্রাইচ, স্পেনের মাতিউ লাহোজ, তুরস্কের কিউনিত চাকির ও আর্জেন্টিনার নেস্তর পাইতানার মতো শীর্ষ রেফারিদের ৫৭ হাজার ইউরো করে দেবে ফিফা। টাকার অঙ্কে ৫৮ লাখের বেশি। সঙ্গে ম্যাচপ্রতি বাবদ পাবেন আড়াই হাজার ইউরো।

সহকারী রেফারিরা পকেটে পুরবেন ২০ হাজার ইউরো (২০ লাখের বেশি)। ম্যাচপ্রতি সম্মানী ১৬০০ ইউরো।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ৮ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।