ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ভারত পর্বের ইতি হলো সাবিনাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ভারত পর্বের ইতি হলো সাবিনাদের সাবিনা ও কৃষ্ণা-ছবি: সংগৃহীত

সেমিফাইনালেই শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়ড় সাবিনা ও কৃষ্ণাদের দৌড়। ইন্ডিয়া উইমেন্স লিগের শেষ চার থেকে বিদায় নিয়েছে তাদের ক্লাব সিথু এফসি। শিলংয়ে সিথু ২-০ গোলে হারে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের বিপক্ষে।

এদিন ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্য ভাবে শেষ হয়। পরে সময়ের দুই গোল হজম করে বিদায় নেয় সিথু।

ভারতের এ টুর্নামেন্টে গিয়ে তারকা খ্যাতি পাওয়া সাবিনা খাতুনকে অবশ্য পুরো ম্যাচে খেলানো হয়নি। তার পরিবর্তে আরেক বাংলাদেশি কৃষ্ণাকে মাঠে নামালেও উঠিয়ে নেয়া হয়।

আগামী ১৪ এপ্রিল ফাইনাল ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন খেলবে রাইজিং স্টুডেন্টের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে রাইজিং স্টুডেন্ট টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ক্রিপসা ফুটবল ক্লাবকে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।