ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সেমিফাইনালে আর্সেনাল-অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
সেমিফাইনালে আর্সেনাল-অ্যাতলেটিকো সেমিফাইনালে আর্সেনাল-ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। কেননা প্রথম লেগে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে জেতা আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা দুই লেগে মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকেই উৎসব করেছে।

কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচের পর্তুগালের ক্লাব স্পোর্তিংয়ের মাঠে ১-০ গোলে হারে অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু প্রথম লেগে ২-০ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ চারে উঠেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এদিকে বড় চমক দেখিয়েছে অস্ট্রিয়ার ক্লাব সাইসবুর্গ। নিজেদের মাঠে ইতালির ক্লাব লাৎসিওকে ৪-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। গত সপ্তাহে লাৎসিওর মাঠে ৪-২ গোলে হেরেছিল সাইসবুর্গ।

এ আসরে সেমি নিশ্চিত করা অপর দলটি মার্শেই। ঘরের মাঠে তারা ৫-২ গোলে হারিয়েছে লিপজিগকে। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৫-৩ গোলে। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ১-০ গোলে হেরেছিল ফরাসি ক্লাব মার্শেই।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।