ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

অ্যাতলেটিকো হেরে বার্সার উপকার করে দিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
অ্যাতলেটিকো হেরে বার্সার উপকার করে দিল ছবি: সংগৃহীত

লা লিগায় চলতি মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন হবে এটা প্রায় নিশ্চিত ছিল! এবার তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলোটিকো মাদ্রিদ হেরে গিয়ে মেসিদের উপকারই করে দিল। সমীকরণটা এমন দাঁড়িয়েছে, শেষ পাঁচ ম্যাচের যে কোনো একটিতে জিতলেই শিরোপার মুকুট পরবে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে শিরোপা লড়াইয়ে থাকা দিয়েগো সিমিওনের কোচিংয়ে অ্যাতলেটিকো।  

এদিন সোসিয়েদাদের মাঠ স্তাদিও মউনিসিমাল ডি অ্যানোয়েতায় আতিথিয়েতা নিতে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো।

তবে খেলার ২৭ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান হোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি। পরে অতিরিক্ত সময়ে স্প্যানিশ এই স্ট্রাইকার জোড়া গোল পূর্ণ করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সোসিয়েদাদ।

শেষ চার অ্যাওয়ে ম্যাচের তিনটিতে হেরেছে অ্যাতলেটিকো। যেখানে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রিজম্যান-তোরেসরা। তবে হেরে যাওয়ায় ১২ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে বার্সা।  

বার্সা শেষ পাঁচ ম্যাচে তিন পয়েন্ট পেলেই শিরোপা ঘরে তুলবে। দেপোর্তিভো লা করুনার মাঠে লিগের ম্যাচে আগামী ২৯ এপ্রিল নিজেদের পরের ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।