ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কান্তেকে দলে ভেড়াতে মরিয়া পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ৩, ২০১৮
কান্তেকে দলে ভেড়াতে মরিয়া পিএসজি নগোলো কান্তে

ইংলিশ জায়ান্ট চেলসির ফরাসী তারকা এনগোলো কান্তেকে দলে ভেড়াতে রীতিমতো আদাজল খেয়ে মাঠে নেমেছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। তবে চেলসি জানিয়ে দিয়েছে, দলের অন্যতম সেরা ফুটবলারকে হাতছাড়া করার কোনো ইচ্ছে নেই তাদের।

প্যারিস সেইন্ট জার্মেই বিপুল পরিমাণ অর্থ নিয়ে চেলসি তারকা কন্তেকে দলে ভেড়াতে আগ্রহী। প্যারিসে জন্ম নেওয়া ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড় কান্তে তার দেশে ফিরে প্যারিসেই থিতু হবেন এমনটাই আশা করছে পিএসজি।

তবে বিপুল পরিমাণ অর্থের বিনিময়েও দলের অন্যতম সেরা সম্পদকে হারাতে মোটেই আগ্রহী নয় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

এদিকে গত মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফি-তে নেইমার জুনিয়রকে কিনেছে পিএসজি। অন্যদিকে মোনাকো থেকে ধারে খেলতে আসা কিলিয়ান এমবাপ্পেকে এবার পাকপাকিভাবে দলে ভেড়াচ্ছে ফরাসি জায়ান্টরা। ফলে উয়েফা কর্তৃক নির্ধারিত আর্থিক নীতি সংক্রান্ত আইনে ফেঁসে যেতে পারে দলটি। এই নিয়ে গত ২০ এপ্রিল উয়েফার সাথে আলোচনায় বসেছিলেন পিএসজির কর্তাব্যক্তিরা। কিন্তু, তাতেও ফল হয়নি। কান্তেকে কিনতে হলে এখন একই মূল্যের আরেকজন খেলোয়াড়কে বিক্রি করে দিতে হবে তাদের। তাছাড়া ভিত্তিমূল্য ১০০ মিলিয়ন ইউরোর নিচে কান্তেকে নিয়ে আলোচনাতেই বসবে না চেলসি।

সবমিলিয়ে কান্তেকে কিনতে বেশ অসুবিধা পোহাতে হবে পিএসজিকে। এমবাপ্পেকে বিক্রি করা সহজ হবে না তাদের জন্য। পিএসজির জার্সি গায়ে খারাপ খেলছেন না তিনি। তাছাড়া দলে জাতীয় দলের সতীর্থদের অনেকেই থাকায় আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতেও তা কাজে লাগছে। অথচ, এমবাপ্পে নিজেই দলে কান্তেকে চাইছেন। জাতীয় দলের সতীর্থকে দলে পাওয়ার আগ্রহ তিনি নিজেই জানিয়েছেন।

কান্তেকে দলে নিতে পিএসজির এতো আগ্রহের পিছনে আরও একটি কারণ আছে। আর আর তা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে সেরা ফুটবলারের ‘পিএফএ’ পুরস্কার অর্জন করেছিলেন তিনি। পরপর দুই ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতা খেলোয়াড় তিনি। লেস্টার সিটির রূপকথার পর চেলসির গত শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অনন্য।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।