ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো বনাম সালাহ: কে মাতাবেন কিয়েভ?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ৩, ২০১৮
রোনালদো বনাম সালাহ: কে মাতাবেন কিয়েভ? রোনালদো ও সালাহ

ইউক্রেনের রাজধানী কিয়েভে আগামী ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল-লিভারপুল। দুই দলের মধ্যে দারুণ প্রতিযোগিতামূলক ফাইনালের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

ইউরোপের অন্যতম শীর্ষ দুই ক্লাবের মহারণের পাশাপাশি ব্যক্তিগত দ্বৈরথ দেখার অপেক্ষাও করবেন ফুটবলপ্রেমীরা। সেই দ্বৈরথে মুখোমুখি হবেন দুই দলের দুই প্রাণভোমরা রোনালদো ও সালাহ।

ফুটবলভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, কে মাতাবেন কিয়েভ?

চলুন দেখে নেয়া যাক, দুই তারকার এবারের মৌসুম কেমন কাটলো:

ক্লাবের হয়ে উপস্থিতি (সব প্রতিযোগিতা মিলিয়ে): সালাহ (লিভারপুল) ৪৯, রোনালদো (রিয়াল মাদ্রিদ) ৪১

ক্লাবের হয়ে গোল (সব প্রতিযোগিতা মিলিয়ে): সালাহ ৪৩, রোনালদো ৪২

ঘরোয়া লিগে গোলসংখ্যা: সালাহ ৩১, রোনালদো ২৪

ঘরোয়া লিগে অ্যাসিস্ট: সালাহ ৯, রোনালদো ৫

চ্যাম্পিয়নস লিগে গোল (বাছাইপর্বসহ): সালাহ ১১, রোনালদো ১৫

চ্যাম্পিয়নস লিগে অ্যাসিস্ট (বাছাইপর্বসহ): সালাহ ৪, রোনালদো ২

জোড়া গোল: সালাহ ৭, রোনালদো ১১

হ্যাট্রিক: সালাহ ০, রোনালদো ১

ম্যাচে চার গোল: সালাহ ১, রোনালদো ১

দীর্ঘতম স্কোরিং স্ট্রোক: সালাহ ৭ ম্যাচ, রোনালদো ১২ ম্যাচ

গোলবিহীন টানা ম্যাচ: সালাহ ৩ ম্যাচ, রোনালদো ৩ ম্যাচ।

পরিসংখ্যান হিসাব করে রোনালদো আর সালাহকে নিয়ে পূর্বানুমান করা সম্ভব নয়। একজন তো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করাকে মামুলি বানিয়ে দিয়েছেন। আরেকজনের এটাই প্রথম ফাইনাল। তবে পুরো ফুটবলবিশ্বের চোখ এই দুজনের দিকেই নিবদ্ধ থাকবে। কেননা, এই দুজনের একজনই ফাইনালে রাজত্ব করবেন। কে হবেন সেই রাজা? দেখতে হলে ফাইনাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।