ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় পাড়ি দিচ্ছেন গ্রিজম্যান!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ৫, ২০১৮
বার্সায় পাড়ি দিচ্ছেন গ্রিজম্যান! গ্রিজম্যান ও সুয়ারেজ-ছবি: সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা অ্যান্তোনিও গ্রিজম্যানকে নিয়ে বার্সেলোনার আগ্রহের কথা কারও অজানা নয়। এবার সেই আগ্রহের পালে জোর হাওয়া লাগালেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জানালেন, বার্সায় গ্রিজম্যানকে স্বাগত জানানো হবে।

২৭ বছর বয়সী গ্রিজম্যান চলতি মৌসুমেও ধারাবাহিক গোল করে যাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ২৭টি।

অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে তার চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত।

বার্সায় আসার জন্য তাকে উৎসাহ দিতে সুয়ারেজ বলেন, ‘কুতিনহো, ডেম্বেলে, গ্রিজম্যানের মতো যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়দের এনে ক্লাব গর্ববোধ করে। তারা অনেক উঁচুমানের খেলোয়াড়। ‘
 
সুয়ারেজ গ্রিজম্যানের প্রসংশা করে বলেন, ‘সে (গ্রিজম্যান) তো অনেক বছর ধরেই সর্বোচ্চ স্তরে খেলছে। অ্যাতলেটিকোর আক্রমণভাগকে নেতৃত্ব দিচ্ছে। ’

বার্সায় স্বাগত জানিয়ে সুয়ারেজ বলেন, ‘এখানে সে কারও জায়গা দখল করতে আসছে না, বরং দুনিয়ার সেরা ক্লাবের হয়ে বড় সাফল্য পেতে চায়। তাকে (বার্সায়) স্বাগতম। ’

গ্রিজম্যানকে পেতে হলে রিলিজ ক্লজের ১০ কোটি ইউরো শোধ করতে হবে বার্সাকে। তা শোধ করতে রাজিও আছে বার্সা। সবকিছু মিলে গেলে ৫ বছরের চুক্তি হতে পারে গ্রিজম্যানের সাথে। যদিও গ্রিজম্যানকে ধরে রাখার চেষ্টা করছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

লা লিগা আর কোপা দেল রে’র শিরোপা জিতে বেশ ভাল অবস্থানে আছে বার্সেলোনা। অন্যদিকে, লা লিগায় দ্বিতীয় স্থানে আছে গ্রিজম্যানের অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়ঃ ১৬৩৭ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।