ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

গুরুতর অসুস্থ ফার্গুসন হাসপাতালে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, মে ৬, ২০১৮
গুরুতর অসুস্থ ফার্গুসন হাসপাতালে ফার্গুসন-ছবি: সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মাথায় অস্ত্রোপচার করা হয়েছে ম্যাচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। তবে অস্ত্রোপচার ঠিকভাবে হলেও সুস্থতার জন্য তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

ম্যানইউর এক বিবৃতিতে জানানো হয়, এই অস্ত্রোপচার প্রক্রিয়া খুব ভালোভাবে শেষ হয়েছে। তবে তাকে বেশকিছু দিন নিবিড় পরিচর্যায় থাকতে হবে।

তার পরিবার থেকে বিষয়টি যথাসম্ভব গোপন রাখার অনুরোধ করা হয়েছে।

১৯৮৬ সাল থেকে ২০১৩ পর্যন্ত দীর্ঘ ২৬ বছর ম্যানইউর কোচের দায়িত্ব পালন করেন ফার্গুসন। এ সময় তিনি রেড ডেভিলসদের ইতিহাসের সেরা ক্লাবে পরিণত করেন।  

ফার্গুসনের অধীনে মোট ৩৮টি ট্রফি জেতে ম্যানইউ। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের ১৩টি, চ্যাম্পিয়নস লিগের দুটি, এফএ কাপের পাঁচটি ও লিগ কাপের চারটি শিরোপা জিতেছেন এই স্কটিশ কোচ।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, ০৬ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।