ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

তবুও এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, মে ৬, ২০১৮
তবুও এল ক্লাসিকো ছবি: সংগৃহীত

এল ক্লাসিকো! ফুটবল প্রেমীদের কাছে এমন একটি ম্যাচ যার সঙ্গে জুড়ে আছে অনেক ভালোলাগা ও আবেগ। স্প্যানিশ লা লিগার প্রতি মৌসুমের সূচি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্যালেন্ডারে এই ম্যাচের তারিখে গোল দাগ পড়ে যায়। কত অপেক্ষা, আনন্দ ও উত্তেজনা নিয়েই না এই ম্যাচটির জন্য অপেক্ষায় থাকা হয়। কিন্তু এই মৌসুমে নেই যেন এমন কিছুই। তবুও এল ক্লাসিকো তো!

রোববার (০৬ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে একটায় ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে রিয়াল মাদ্রিদকে আতিথিয়েতা জানাবে বার্সেলোনা। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর লিগে দু’দলের প্রথম এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জিতে ফিরেছিল বার্সা।

চলতি লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয় দলের জন্যই রোববারের এল ক্লাসিকো ৩৫ তম ম্যাচ। সাম্প্রতিক ইতিহাসে এত অর্থহীন এল ক্লাসিকো আর হয়েছে কিনা সন্দেহ! এটি এমন একটি ম্যাচ যেখানে শুধু বলের লড়াইতেই সীমাবদ্ধ থাকে না। এখানে থাকে আভিজাত্যের লড়াই, থাকে অহংয়ের টক্করও। কিন্তু চলতি মৌসুমে সেই ম্যাচই হয়ে গেছে অপ্রাসঙ্গিক বিষয়।

কারণ বার্সা এরই মধ্যে লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে। ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে অনেকটাই এগিয়ে থেকে শিরোপা ঘরে তুলেছেন লিওনেল মেসিরা। অপর দিকে জিনেদিন জিদানের দল বার্সা থেকে পিছিয়ে আছে ১৫ পয়েন্টে। রিয়াল তো দূরের এই দুই দলের মধ্যবর্তী অবস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের (৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট) পক্ষেও আর বার্সেলোনাকে ছোঁয়া সম্ভব নয়।  

একদিকে বার্সেলোনা জিতে গেছে লা লিগার শিরোপা, অপরদিকে রিয়াল উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। আপাতত সেদিকেই নজর ক্রিস্টিয়ানো রোনালদোদের। শুধু সমর্থকদেরই নয়, এল ক্লাসিকো গুরুত্বহীন হয়ে পড়েছে খেলোয়াড়দের কাছেও।

তবে পুরো ম্যাচে একটা জায়গাতেই নজর থাকবে সবার। বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন হিসেবে এ ম্যাচ খেলতে নামলে রিয়াল মাদ্রিদ তাদের ‘গার্ড অব অনার’ দেবে কি না! যদিও মাদ্রিদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সে পথে তারা হাটছে না। কিন্তু বার্সেলোনার বাইরেও কথা থেকে যায়। দীর্ঘদিনের দল বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলতে নামবে তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

এদিকে এল ক্লাসিকো’তে শেষবারের মতো মাঠে নামা এই মাঝ মাঠের জাদুকরকে সম্মান জানানোয় বাধা দেখছেন না রিয়াল কোচ জিদান। বলেছেন, ‘আমি তো আগেও বলেছি, আন্দ্রেস যেকোনো একজন ফুটবলার নয়। ও কেমন ফুটবলার এবং কেমন ব্যক্তি, আমরা সবাই তা জানি। ওকে অবশ্যই আমরা অভিনন্দন জানাব এবং ভবিষ্যতের জন্য জানাব শুভ কামনা। ’

ম্যাচের গুরুত্ব না থাকলেও নিজেদের সম্মান নিয়ে দু’দলই সচেতন। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা রিয়ালের। শক্তিতে পিছিয়ে থাকতে রাজি নয় বার্সেলোনাও। শুধু চির প্রতিদ্বন্দ্বীদের হারানোই আসল লক্ষ্য নয় তাদের। এই ম্যাচ জিতে গেলে লা লিগার ইতিহাসের প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার পথে অনেকটা এগিয়ে যাবে। প্রথম ৩৪ ম্যাচের মধ্যে ২৬টিতে জিতেছে বার্সা; ড্র বাকি আট খেলায়। এখন পর্যন্ত হারেনি এক ম্যাচেও। অপরাজিত থাকার রেকর্ডের অমরত্ব থেকে এখন মাত্র চার ম্যাচ দূরে বার্সেলোনা।

বার্সেলোনা-মাদ্রিদ লড়াইয়ের বাইরেও আছে আরেকটি লড়াই। মেসি-রোনালদোর মধ্যে সর্বোচ্চ গোলের পুরস্কার (পিচিচি)। সেটাকেও একপেশে করে রেখেছেন মেসি। ৩২ গোল করে এক কথায় এই লড়াইয়ে রোনালদোর থেকে বেশ এগিয়ে আছেন মেসি। রোনালদো পিছিয়ে আছেন ৮ গোলে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ০৬ মে, ২০১৮ 
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।