ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফার্গুসনের প্রতি রোনালদোর বার্তা ‘শক্ত হও বস’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মে ৬, ২০১৮
ফার্গুসনের প্রতি রোনালদোর বার্তা ‘শক্ত হও বস’ ছবি: সংগৃহীত

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে থাকা ফার্গুসনের জন্য পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোসহ পুরো ফুটবল বিশ্বে প্রার্থনা চলছে।

ফার্গুসনের অসুস্থতার কথা শুনে তারই সাবেক শিষ্য আর বসে থাকেননি। ফার্গুসনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘প্রিয় বন্ধু, আমার বিশ্বাস এবং প্রার্থনা তোমার সঙ্গে আছে।

শক্ত হও, বস!’

শুধু রোনালদোই নন। ম্যানচেস্টারের আরেক সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামও ফার্গুসন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন। লিখেছেন, ‘লড়ে যাও বস। তোমার পরিবারের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি। ’

ওয়েন রুনিও পরিবারের পাশে থাকার কথা জানিয়ে টুইট করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে আসুন বস। এই দুঃখের সময়ে পরিবারের পাশে আছি। ’

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ক্লাব আর্সেনাল তাদের অফিসিয়াল টুইট থেকে লিখেছে, ‘স্যার অ্যালেক্স, আমরা সবাই আপনার কথা ভাবছি। ’

ফার্গুসনকে ব্রিটিশ ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ বলা হয়। ওল্ড ট্রাফোর্ডে তার ১৩টি প্রিমিয়ার লিগ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে। এছাড়া ৫ বার এফএ কাপ ও চারবার লিগ কাপ জিতেছেন এই ৭৬ বছর বয়সী কোচ।

বাংলাদেশ সময়ঃ ১৫০৮, মে ০৬, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।