ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

স্টেফানোর রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৮
স্টেফানোর রেকর্ডে ভাগ বসালেন রোনালদো ছবি: সংগৃহীত

মৌসুমের শেষ এল ক্লাসিকোয় রোমাঞ্চকর ড্রয়ের রাতে দারুণ এক রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজ দল রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে রেকর্ড গোলদাতা হলেন পর্তুগিজ অধিনায়ক। তবে যৌথভাবে কিংবদন্তি আলফার্ডো ডি স্টেফানোর সঙ্গে এই রেকর্ডে ভাগ বসালেন।

ক্যাম্প ন্যু’য়ে ২-২ ড্র ম্যাচে শুরুতেই লুইস সুয়ারেজ গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। তবে কিছুক্ষণ পরেই রিয়ালকে সমতায় ফেরান রোনালদো।

এরই মধ্যে মাইলফলক স্পর্শ করেন তিনি। এ নিয়ে এল ক্লাসিকোয় রোনালদোর ১৮টি গোল হলো।

ক্লাসিকোয় এতদিন রেকর্ডটির একক মালিক ছিলেন রিয়ালের ইতিহাসের কিংবদন্তি ফুটবলার হিসেবে বিবেচিত স্টেফানো।

এদিকে চলতি মৌসুমে রোনালদোর লা লিগায় ২৫তম গোল করলেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ০৭ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।