ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনিয়েস্তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ৭, ২০১৮
ইনিয়েস্তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন জিদান টানেলে ইনিয়েস্তাকে শুভেচ্ছা জানাচ্ছেন জিদান

শিরোপা নির্ধারণে যদিও গুরুত্বহীন হয়ে পড়েছিলো রোববার রাতের এল ক্লাসিকো। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঐতিহ্যের লড়াই বলে কথা। বাকযুদ্ধ, হাতাহাতি, হলুদ ও লাল কার্ডের নানা উত্তেজনায় ম্যাচটার নিষ্পত্তি হয় ২-২ ড্র-এ।

তবে এসব কিছু ছাপিয়ে ম্যাচের লাইম লাইটে ছিলেন বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। এটি ছিলো তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ এল ক্ল্যাসিকো।


 
শুধু নিজের ক্লাবের সদস্যরাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও তাকে শুভেচ্ছা জানাতে ন্যু ক্যাম্পের টানেলে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলেন।

জিদানের উদ্দেশ্য ছিল বার্সেলোনা অধিনায়ক ইনিয়েস্তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো। খবর পেয়ে স্বয়ং ইনিয়েস্তা ছুটে গেলেন জিদানের কাছে। জিদান জড়িয়ে ধরলেন ইনিয়েস্তাকে। তৈরি হলো এক আবেগঘন পরিবেশের। দুই সময়ের দুই কিংবদন্তির এমন দুর্দান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে স্প্যানিশ টিভি চ্যানেল মুভিস্টার।  

ক্যারিয়ারের শেষ এল ক্লাসিকো বলে সতীর্থ, কোচ ও প্রতিপক্ষ দলের অনেকেরই শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ইনিয়েস্তা। আর ফরাসি কিংবদন্তি জিদানের কাছ থেকে পাওয়া শুভেচ্ছাটা যেন তার ক্যারিয়ারেরই আরেকটা অর্জন হয়ে রইলো।

বাংলাদেশ সময়: ২০১৭, মে ০৭, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।