ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীন নয়, জাপানে যাচ্ছেন ইনিয়েস্তা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ৮, ২০১৮
চীন নয়, জাপানে যাচ্ছেন ইনিয়েস্তা! চীন নয়, জাপানে যাচ্ছেন ইনিয়েস্তা!-ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছাড়ার ঘোষণার পর থেকেই প্রশ্ন ওঠে কোথায় যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা? সে সময় আলোচনায় আসে চীনের কোনো একটি ক্লাবে খেলবেন বার্সা কিংবদন্তি। তবে এবার ইএসপিএন ফুটবল অনেকটা নিশ্চিত করেই জানিয়েছে, চীন নয় জাপানের একটি ক্লাবে যাচ্ছেন এই তারকা মিডফিল্ডার।

মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছিল, মূলত ওয়াইনের কারণেই চীনের কোনো এক ক্লাবের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন ইনিয়েস্তা! মার্কার দাবি ২০১০ সালে নিজের শহর ফুয়েনটেনভেলায় পারিবারিক উদ্যোগে ‘বোদেগা ইনিয়েস্তা’ব্র্যান্ডের ওয়াইনের ব্যবসা শুরু করেন বার্সার এ তারকা। আর এই পণ্যের বাজার সম্প্রসারণের অংশ হিসেবেই চীন যাচ্ছেন তিনি।

ইনিয়েস্তার বোদেগা ব্র্যান্ডের ওয়েবসাইটে বড় ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। যেখানে বিজ্ঞপ্তির ভাষা হিসেবে ব্যবহার করা হয় ইংরেজি এবং মান্দারিন। আর চীনের সবচেয়ে বেশি মানুষের ব্যবহৃত ভাষা এই মান্দারিন। এতেই একে একে দুই মিলিয়ে নিয়েছিল মার্কা।

তবে এবার ইএসপিএন অনেকটা নিশ্চয়তা দিয়েই জানাচ্ছে, এরই মধ্যে জাপানের ক্লাব ভিসেল কোবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইনিয়েস্তা। নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন বলছে, ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা জাপানের ক্লাবটির সঙ্গে বার্ষিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি করেছেন। প্রথম অবস্থায় তিন বছরের চুক্তি করেছেন সাবেক এই বার্সা তারকা।

ভিসেল কোবের মালিক হিরোশি মিকিতানি, তিনি বার্সার প্রধান স্পন্সর প্রতিষ্ঠানের সিইও। বলা হচ্ছে তিনিই ইনিয়েস্তাকে নিজের দলে ভিড়িয়েছেন।

বার্সেলোনার হয়ে সফলতম একজন ফুটবলার ইনিয়েস্তা। বার্সার হয়ে এই মিডফিল্ডার ছয়টি কোপা ডেল রে ও ৯টি লা লিগা জিতেছেন। ১৬ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৬৭০টি ম্যাচ খেলা স্প্যানিশ ফুটবলার মোট ৩১টি শিরোপা জিতেছেন।

বাংলাদেশ সময়ঃ ১৩২৪ ঘণ্টা, ০৮ মে, ২০১৮ 
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।