ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সিটির রেকর্ড গড়ার রাতে আর্সেনাল-চেলসির হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৮
সিটির রেকর্ড গড়ার রাতে আর্সেনাল-চেলসির হোঁচট ম্যানসিটির খোলোয়াড়দের উদযাপন

ঢাকা: ম্যানসিটির একঝাঁক রেকর্ড গড়ার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে হোঁচট খেয়েছে দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসি। বুধবার রাতে ব্রাইটনকে ৩-১ গোলে হারানোর ম্যাচে এক মৌসুমে সর্বোচ্চ গোল, পয়েন্ট আর সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার দল।

অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাডার্সফিল্ডের সঙ্গে ড্র নিয়ে চেলসি মাঠ ছাড়লেও লেস্টারের মাঠ থেকে হারের লজ্জা নিয়ে ফিরেছে গানাররা।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটেই দানিলোর গোলে এগিয়ে যায় সিটি।

২০ মিনিটের মাথায় ব্রাইটনকে সমতায় ফেরান হোসে লেনার্দো উয়া। তবে ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। এবার গোল করেন বার্নার্ডো সিলভা। দ্বিতীয়ার্ধে আরও বেশি শানিত আক্রমণ চালায় সিটি। ৭২ মিনিটে পেয়ে যায় তৃতীয় গোল। এবারের গোলদাতা ফার্নান্দিনহো। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এরইমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত করা সিটি এ রাতে একাধিক রেকর্ডে নাম লিখিয়েছে। নিজেদের দ্বিতীয় গোলের সময় চেলসির ১০৩ গোলের রেকর্ড পেরিয়ে যায় সিটি। ২০০৯-১০ মৌসুমে ১০৩ গোলের ওই রেকর্ড গড়েছিলো স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। মৌসুমের শেষ ম্যাচকে হাতে রেখেই ১০৫ গোল নিয়ে রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলো সিটি।

গত রাতের ম্যাচটি ছিল ঘরের মাঠে সিটি তারকা ইয়া ইয়া তোরের বিদায়ী ম্যাচ। জয় দিয়েই তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো সিটি এদিন আরও দুটি রেকর্ড গড়েছে। এই রেকর্ডও এতদিন চেলসির দখলে ছিল। ২০০৪-০৫ মৌসুমে ৯৫ পয়েন্ট অর্জন করেছিলো চেলসি। গত রাতে সেই রেকর্ডের সাথে আরও দুই পয়েন্ট বেশি যুক্ত করেছে সিটি (৯৭)। আগামী রোববার মৌসুমের শেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে জয় পেলেই ১০০ পয়েন্ট অর্জনের নতুন নজির গড়বে সিটি।

ব্রাইটনকে হারানোর ম্যাচে এক মৌসুমে সবচেয়ে বেশি জয়ের (৩১ ম্যাচ) রেকর্ডও এখন সিটির দখলে। এখানেও আগের রেকর্ডধারী চেলসি। গত মৌসুমে ৩০ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলো ব্লুসরা। আর এক জয় পেলেই স্পার্সদের (১৯৬০-৬১) গড়া সব ইংলিশ শীর্ষ লিগ মিলিয়ে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডও দখলে যাবে সিটির।

অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গোলের জন্য যুদ্ধ করতে থাকা চেলসিকে থমকে দিয়ে ম্যাচের ৫০ মিনিটে বেলজিয়ামের ফরোয়ার্ড লরেন্ট ডেপোত্রের গোলে প্রথম এগিয়ে যায় পুঁচকে দল হাডার্সফিল্ড টাউন। গোল হজম করেই পাল্টা গোলের জন্য মরিয়া হয়ে ওঠা চেলসিকে সমতায় ফেরান মার্কোস আলোনসো। এ ড্রয়ে পয়েন্ট টেবিলে চারে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হলো আন্তোনিও কন্তের শিষ্যদের। লিভারপুলের পয়েন্ট ৭২, চেলসির ৭০। আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে হলে নিজেদের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি লিভারপুলের হারের জন্য প্রার্থনা করতে হবে হ্যাজার্ডদের।

আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল ব্যর্থতার বৃত্ত থেকে যেনো বেরই হতে পারছে না। লেস্টার সিটির কাছে ৩-১ গোলের পরাজয় বরণ করতে হয়েছে গানারদের। প্রতিপক্ষের মাঠে চলতি মৌসুমে কোন জয়ের দেখা না পাওয়ার বৃত্ত থেকে কাল রাতেও বেরোতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।  

কেলেচি ইহেনাচোর ১৫ মিনিটের গোলে শুরুতেই এগিয়ে যায় লেস্টার। ১৭ মিনিটে মাভরোপানোস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে আরও দুই গোল হজম করে আর্সেনাল। যদিও ৫৫ মিনিটে একটি গোল শোধ করেন পিয়েরি এমরিক অবামেয়াং। কিন্তু ৭৪ মিনিটে লেস্টার তারকা জেমি ভার্ডি স্পট কিক আর ম্যাচের শেষ সময়ে রিয়াদ মাহারেজের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার।

৬০ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ। আর ৪৭ পয়েন্ট নিয়ে নয়ে লেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১০ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।