ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

প্রাণমিল্ক স্কুল ফুটবলে লালপুর সুন্দরী স্কুল চ্যাম্পিয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ১২, ২০১৮
প্রাণমিল্ক স্কুল ফুটবলে লালপুর সুন্দরী স্কুল চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাণমিল্ক ন্যাশনাল স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১২ মে) সুন্দরী বিদ্যালয় ও নওগাঁর মঙ্গলবারী খিরজিয়া স্কুল অ্যান্ড কলেজ মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। পরে তা ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।

ট্রাইব্রেকারে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় নাটোর ৫-৪ গোলে মঙ্গলবারী খিরজিয়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়। নাটোরের জাহিন রহমান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি রমজান আলী, হকি সম্পাদক তৌফিকুর রহমান রতন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজনীর আহমেদ আমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ১২, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।