ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মৌসুমে ৩৪টি পুরস্কার জিতেছেন মোহাম্মদ সালাহ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৮
মৌসুমে ৩৪টি পুরস্কার জিতেছেন মোহাম্মদ সালাহ! মৌসুমে ৩৪টি পুরস্কার জিতেছেন মোহাম্মদ সালাহ!-ছবি: সংগৃহীত

ইংলিশ জায়ান্ট লিভারপুলের সামনে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতে ইউরোপ সেরা হওয়ার হাতছানি অপেক্ষা করছে। প্রিমিয়ার লিগেও ভাল অবস্থানে আছে ক্লপের শিষ্যরা। ক্লাবের এই অসাধারণ অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

শুধু অবদান রাখাই নয়, লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমেই ৩৪টি ব্যক্তিগত পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এখনও তার সামনে উঁকি দিচ্ছে গোল্ডেন বুট।

সাপ্তাহিক পুরস্কারঃ
-    ৩ বার চ্যাম্পিয়নস লিগের সপ্তাহের সেরা খেলোয়াড়।
-    ২ বার চ্যাম্পিয়নস লিগে সপ্তাহের সেরা গোল।

মাসিক পুরস্কারঃ 
-    ৩ বার প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়।
-    ৪ বার পিএফএ মাসিক সেরা খেলোয়াড়।
-    ৭ বার লিভারপুলের মাসিক সেরা খেলোয়াড়।
-    ৬ বার লিভারপুলের মাসিক সেরা গোল।

বার্ষিক পুরস্কারঃ
-    পিএফএ বর্ষসেরা খেলোয়াড়।
-    লিভারপুলের মৌসুমের সেরা খেলোয়াড়।
-    সিএএফ বছরের সেরা আফ্রিকান ফুটবলার।
-    ফুটবল রাইটার্স এ্যাসোসিয়েশন কর্তৃক বর্ষসেরা ফুটবলার।
-    লিভারপুলের খেলোয়াড়দের কর্তৃক নির্বাচিত মৌসুমের সেরা খেলোয়াড়।
-    বিবিসি কর্তৃক আফ্রিকার বর্ষসেরা ফুটবলার।
-    আরবের বর্ষসেরা ফুটবলার।
-    ইএ স্পোর্টসের মৌসুমের সেরা খেলোয়াড়।

বছরের সেরা দলের পুরস্কারঃ
-    পিএফএ বর্ষসেরা দল।
-    সিএএফ বর্ষসেরা দল।

বাকি আছে কি?

মৌসুমে এরইমধ্যে ৩৪টি ব্যক্তিগত পুরস্কার অর্জন করা মোহাম্মদ সালাহ’র সামনে আছে ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের সুযোগ। চলতি মৌসুমে লিগে ৩৫ ম্যাচে ৩১ গোল করেছেন সালাহ। তবে গোল্ডেন শু জয়ের লড়াইয়ে সালাহ’র মূল প্রতিদ্বন্দ্বী বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গোলের হিসাবে মেসি তিন গোল এগিয়ে আছেন এখনও। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জয় আর ইংলিশ লিগে চেলসির বিপক্ষে ম্যাচে গোল করে মেসিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকছে সালাহ’র।

বাংলাদেশ সময়ঃ ১৯০০ ঘণ্টা, ১৩ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।