ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পয়েন্টের সেঞ্চুরি ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
পয়েন্টের সেঞ্চুরি ম্যানসিটির জেসুসের গোল উদযাপন

নতুন ইতিহাস গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করলো ম্যানচেস্টার সিটি। রোববার রাতে মৌসুমের শেষ ম্যাচে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে পয়েন্টের সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির হয়ে একমাত্র গোলটি করেছেন গ্যাব্রিয়েল জেসুস৷

৯৭ পয়েন্ট নিয়ে সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নেমেছিলো সিটি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করেন সিটির রহিম স্টার্লিং। নির্ধারিত ৯০ মিনিটেও যখন গোল পাচ্ছিলো না কোন দল, ম্যাচের ফলাফল ড্র ধরে নিয়েছিলো সবাই। ১০০ পয়েন্টের রেকর্ড তখন সিটির কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস তা হতে দিলেন না। অতিরিক্ত সময়ে তার গোলেই ইংলিশ ফুটবল লিগের প্রথম দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরির অবিশ্বাস্য এক অর্জন করলেন গার্দিওলা।

চলতি মৌসুমে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে ম্যান সিটি। এক মৌসুমে সর্বাধিক পয়েন্ট (১০০), গোল (১০৬), জয়ের (৩২ ম্যাচ) রেকর্ড।

ম্যানসিটির রেকর্ড গড়ার রাতে ব্রাইটনের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়ে শীর্ষ চার নিশ্চিত করেছে লিভারপুল। টানা দুই ম্যাচে গোল না পাওয়া মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগের ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।  

ব্রাইটনের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটেই গোল করেন সালাহ। বাকি তিন গোল করেন যথাক্রমে লভরেন, সোলাঙ্কে, রবার্টসন। এই জয়ে ৭৫ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানটি নিজেদের করে নিলেন ক্লপের শিষ্যরা।

অন্যদিকে পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থানে থাকা ম্যানচেষ্টার ইউনাইটেডও পেয়েছে জয়ের দেখা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হুয়ান মাতার বাড়িয়ে দেওয়া দুর্দান্ত এক পাসে মার্কুস র‌্যাশফোর্ডের একমাত্র গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় নিয়ে লিগ অভিযান শেষ করলো ম্যানইউ। ৮১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে মরিনহোর শিষ্যরা।

এদিকে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ওঠার লড়াইয়ে পরাজিত হয়েছে চেলসি। লিভারপুলের সাথে শীর্ষ চার নিশ্চিতের যে লড়াইয়ে মাঠে নেমেছিলো এন্টোনিও কন্তের শিষ্যরা তাতে তারা জয় তো পায়ই নি, উল্টো নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ে ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।

রাতের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ৫-৪ গোলে হারিয়েছে টটেনহ্যাম। জোড়া গোল করেছেন হ্যারি কেন ও এরিক লামেলা। এই জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান নিশ্চিত করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে সরাসরি খেলাও নিশ্চিত করলো স্পাররা।

ওদিকে এই রাতেই দীর্ঘদিনের বস আর্সেন ওয়েঙ্গারকে জয় দিয়ে বিদায় জানিয়েছে আর্সেনাল। পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে হাডার্সফিল্ড টাউনকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থেকেই প্রিমিয়ার লিগ শেষ করলো বিদায়ী কোচ ওয়েঙ্গারের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ১৪ মে, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।