ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জো হার্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৮
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জো হার্ট ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপের আর মাত্র ২৯ দিন বাকি। এরই মধ্যে আসরটিতে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। এই ধারাবাহিকতায় ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে অন্যতম ফেভারিট ইংল্যান্ড। তবে দলে সুযোগ হয়নি অভিজ্ঞ গোলরক্ষক জো হার্টের।

গ্যারেথ সাউথগেটের দলে আরও সুযোগ হয়নি জ্যাক উইলশেয়ার ও রায়ান বারট্রান্ডের। ইনজুরির কারণে বাদ পড়েছেন অ্যাডাম লালানা ও অ্যালেক্স অক্সালেড-চেম্বালেইন।

 

সাউথগেট তার আক্রমণভাগে হ্যারি কেনের সঙ্গে আস্থা রেখেছেন তরুণ স্ট্রাইকার মার্কাস র‌্যাশফোর্ড ও ড্যানি ওয়েলবেকের ওপর।

১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপ আসরে ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘জি’তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থ্রি-লায়ন্সরা পাচ্ছে বেলজিয়াম, পানামা ও তিউনিশিয়াকে। ১৮ জুন তিউনিশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংলিশরা।

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, নিক পোপ ও জ্যাক বাটল্যান্ড।

রক্ষণভাগ: কাইল ওয়াকার, কাইরন ট্রিপিয়ের, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, গ্যারি কাহিল, ড্যানি রোজ, জন স্টোনস, হ্যারি ম্যাগুইর, ফিল জোনস ও অ্যাশলে ইয়ং।

মধ্যমভাগ: এরিক ডায়ার, ফ্যাবিয়েন ডেলফ, জর্ডান হেন্ডারসন, ডেলে আলি, রুবেন লফটাস-চিক, রহিম স্টার্লিং ও জেসে লিংগার্ড।

আক্রমণভাগ: হ্যারি কেন, জেমি ভার্ডি, মার্কাস র‌্যাশফোর্ড ও ড্যানি ওয়েলবেক।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ১৬ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।