ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

গ্রিজম্যানকে হারাতে চায় না অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
গ্রিজম্যানকে হারাতে চায় না অ্যাতলেটিকো ফরাসি তারকা গ্রিজম্যান

ঢাকা: এন্টোনিও গ্রিজম্যান অ্যাতলেটিকোকে ইউরোপা লিগের শিরোপা জিতিয়েছেন মাত্র একদিন হয়েছে। এরইমধ্যে দলের সেরা খেলোয়াড়ের বিদায়ের সুর বাজতে শুরু করেছে। কিন্তু তাকে হাতছাড়া করতে চাইছে না দলটি। উপায়ন্তর না দেখে মানসিক চাপের পথ বেছে নিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

ফরাসি তারকা গ্রিজম্যান আগামী মৌসুমে কাতালান জায়ান্ট বার্সেলোনায় পাড়ি জমাবেন এটা প্রায় নিশ্চিত। উভয় ক্লাব, এমনকি গ্রিজম্যান নিজেও অনেকভাবে সেটা জানিয়েও দিয়েছেন।

কিন্তু অ্যাতলেটিকোকে ইউরোপা লিগের শিরোপা এনে দিয়ে আবার এক জটে আটকে যাওয়ার যোগাড় তিনি।

অলিম্পিক মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জয়ের পর অ্যাতলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী মিগুয়েল অ্যাঙ্গেল গিল মারিন যেমন বলে বসেছেন, ‘গ্রিজম্যানকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে সে অ্যাতলেটিকোর ইতিহাসের অংশ হবে, নাকি এমন এক ক্লাবে যাবে যেখানে কখনই তা পারবে না। ‘

এদিকে অ্যাতলেটিকোর প্রেসিডেন্ট এনরিক কেরেজো বলেন, ‘আজ গ্রিজম্যান দেখিয়েছে যে সে অ্যাতলেটিকোর দিকেই মনোযোগী এবং সামনের বছরও তাকে আমাদের সাথে দেখতে পাওয়ার ব্যপারে আমি আশাবাদী। ‘

ইউরোপার জয় গ্রিজম্যানকে অ্যাতলেটিকোতে থাকার বিষয়ে সাহায্য করবে বলেও মনে করেন তিনি। তার সতীর্থরাও খুব করেই চাইছেন যেনো তিনি গ্রিজম্যান থেকে যান। মাদ্রিদের ক্লাবটিতে গ্রিজম্যানের সতীর্থ কোকে বলেন, ‘এটা তার (গ্রিজম্যান) সিদ্ধান্ত। এখন তার একটা চুক্তি আছে। আমরাও বলি, অনেক দলই তাকে দলে চায়, কিন্তু মূল বিষয় হলো সে নিজে কি চায়। ‘

তবে কোচ দিয়েগো সিমিওনে তার প্রিয় শিষ্যকে ছাড়তে চাইছেন না। তিনি বলেন, ‘তার (গ্রিজম্যান) নিজেকে প্রমাণ করার কিছু নেই। বিগত বছরগুলোতে সে নিজের সামর্থ্য দেখিয়েছে। ‘

সেই সাথে একটা রহস্য রেখে তিনি বলেন, ‘আমি আগে থেকেই যা জানি তাই সে আমাকে নিশ্চিত করেছে। আমি আশা করি সে খুশি এবং হয়তো সে আমাদের সাথেই থাকবে। ‘

তবে গ্রিজম্যানকে ঘিরে বার্সার যে প্রস্তুতি, তাতে তাকে ধরে রাখা আদোও সম্ভব বলে মনে করছেন না ইউরোপীয় ফুটবল বোদ্ধারা।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।