ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পর্তুগালের ২৩ জনের স্কোয়াডে নেই ইউরোজয়ী এডের-নানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৮
পর্তুগালের ২৩ জনের স্কোয়াডে নেই ইউরোজয়ী এডের-নানি পর্তুগালের অন্যতম কারিগর এডের/

ঢাকা: ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল। দলে জায়গা হয়নি ২০১৬ সালের ইউরোজয়ী দলের অনেকেরই। জায়গা হারিয়েছেন পর্তুগালের ইতিহাসে সেরা সাফল্য এনে দেয়ার অন্যতম কারিগর এডের-নানি।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে কোচ সান্তোসের ঘোষিত পর্তুগাল স্কোয়াডে ইউরোজয়ী দলের এডের ছাড়াও বাদ পড়েছেন একসময় দলের অপরিহার্য সদস্য সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার নানি, ইউরোর অন্যতম কারিগর আন্দ্রে গোমেজ, এলিসু, রুবেন নেভেস ও সানচেজ।

মূলত ইউরো জয়ের পর সেই আসরের মূল একাদশের সেরা ১০জন ফুটবলারের বলার মতো কোনো রেকর্ড নেই।

যদিও ইউরোপের নামিদামি ক্লাবের হয়েই খেলছেন কেউ কেউ। ফলে ওই দলের ২৩ জনের ১০ জনই এবারের দলে অনুপস্থিত। তবে চমক একটা আছে। রাশিয়ান লিগের তারকা ম্যানুয়েল ফার্নান্দেজ।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘বি’তে পর্তুগালের সঙ্গী ইরান, মরক্কো এবং স্পেন। মরক্কোর বিপক্ষে ১৬ জুনের ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ অভিযাত্রা।

বিশ্বকাপে পর্তুগালের ২৩ জনের স্কোয়াড

গোলরক্ষক: অ্যান্থনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিও।

রক্ষণভাগ: ব্রুনো আলভেজ, সেড্রিক সোয়ারেস, জোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গেরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।

মধ্যমভাগ: আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কারভালহো।

আক্রমণভাগ: আন্দ্রে সিলভা, বার্নান্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, গেলসন মার্টিন্স, গন্সালো গেদেস, রিকার্ডো কারেসমা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৮, ২০১৮
এমএইচএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।