ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আফ্রিকার ‘সুপার ঈগল’দের নেতৃত্বে মিকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, মে ১৯, ২০১৮
আফ্রিকার ‘সুপার ঈগল’দের নেতৃত্বে মিকেল বিশ্বকাপের জন্য ঘোষিত নাইজেরিয়া দলের খেলোয়াড়রা

ঢাকা:  আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকার ‘সুপার ঈগল’খ্যাত নাইজেরিয়া। ১৯৯৪ সালে প্রথম অংশ নিয়ে ২০০৬ ছাড়া বাকি পাঁচ আসরেই বিশ্ব আসরে অংশ নিতে সক্ষম হয় আফ্রিকার অন্যতম সফল দলটি।

আসন্ন রাশিয়া বিশ্বকাপের দলে মোট ৩০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন নাইজেরিয়ার কোচ গারনট রোর। ঘোষিত দলের নেতৃত্বে অনুমিতভাবেই আছেন জন অবি মিকেল।

নাইজেরিয়ার ফুটবলে আগের সেই জৌলুস নেই। তবে বিশ্বকাপে তাদের অবস্থান বরাবরই হিসেবে নেওয়ার মতোই। কারণ, দলে ইউরোপীয় ক্লাব ফুটবল দাঁপিয়ে বেড়ানো সব তারকাদের ছড়াছড়ি।

রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত নাইজেরিয়া দলে আছেন চেলসি তারকা ভিক্টর মোজেস, চেলসি তারকা অ্যালেক্স অবি, সিএসকেএ মস্কোর আহমেদ মুসার মতো তারকারা।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নাইজেরিয়ার সঙ্গী আর্জেন্টিনা, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া। ১৬ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ সফর শুরু করবে নাইজেরিয়া।  

নাইজেরিয়ার ৩০ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: ফ্রান্সিস উঝো, ইকেচু এজেনওয়া, ড্যানিয়েল আকপি, দেলে আজিবো।

রক্ষণভাগ: আব্দুল্লাহি শেহু, টাইরন ইবুই, অলাউলুয়া আইনা, এলডারসন ইচিজি, ব্রায়ান ইদু, চিদোজি ওয়াজিম, উইলিয়াম একন, লিওন বালোগান, কেনেথ অমেরো, স্টিফেন ইজি।

মধ্যমভাগ: জন অবি মিকেল, ওগেনি ওনাজি, উইলফ্রেড দিদি, ওঘনেকার ইতেব, জন ওগু, উচে আগবো, জোয়েল অবি, মিকেল আগু।

আক্রমণভাগ: আহমেদ মুসা, কেলেচি হেনাচো, মোসেস সাইমন, ভিক্টর মোসেস, ওডিওন ঘালো, অ্যালেক্স অবি, জুনিয়র লোকোসা, সিমিওন ওয়াংকো।
 
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এমএইচএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।