ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার জার্সির কাটতিই বেশি!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ২০, ২০১৮
আর্জেন্টিনার জার্সির কাটতিই বেশি! এরকম সাজিয়ে পতাকা বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন রাস্তায়/ছবি: শাকিল

ঢাকা: আর মাত্র ২৫ দিন পরেই লুঝনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০১৮।

রাশিয়া সে তো বহুদূর। বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে।

কিন্তু তারপরেও বিশ্বকাপের উত্তাপ এদেশে এসে লেগেছে এবং তা বেশ জোরেসোরেই।

এ আর নতুন কিছু নয়। যতবারই বিশ্বকাপের আসর বসেছে ততোবারই অন্য সব ফুটবল পাগল দেশের মতো বিশ্বকাপ জ্বরে কেঁপেছে ছোট এই দেশের কোটি কোটি ভক্ত। যার অন্যতম অনুষঙ্গ স্ব-স্ব পছন্দের দেশের জার্সি ও পতাকা।

হৃদয়ে প্রিয় দেশ, হাতে পতাকা, গায়ে জার্সি। ব্যাস। বিশ্বকাপ উন্মাদনার ষোলকলা পূর্ণ হয়ে গেল। ভক্তেদের বিশ্বকাপ উন্মদনার এই ষোলকলা পূর্ণতার জোগান দেন পতাকা, জার্সি বিক্রেতা ও দর্জিরা।

বিশ্বকাপ আসন্ন, তাই এই দুই শ্রেণীর মানুষের ব্যস্ততা এখন চরমে। ভক্তদের হাতে প্রিয় দেশের জার্সি ও পতাকা পৌঁছে দিতে এরই মধ্যে তারা রাজধানীর রাস্তায় নেমে পড়েছেন। কাঁধে বয়ে বেড়াচ্ছেন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও ফ্র্যান্সসহ অন্যান্য দেশের পতাকা।

ব্যস্ত সময় পার করছেন দর্জিরাও। রাজধানীতো বটেই দেশের প্রত্যন্ত অঞ্চলে জার্সি পৌঁছে দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। রোববার (২০ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে সেই দৃশ্যই চোখে পড়লো।

অ্যাভিনিউ’র দুপাশের ফুটপাতে দোকানিরা পতাকার পসরা সাজিয়ে বসেছেন। যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির পতাকার আধিক্যই চোখে পড়লো। চোখ এড়িয়ে যায়নি তিন দেশের জার্সিও।  

আর অ্যাভিনিউর সমবায় টুইন টাওয়ারের পতাকা তৈরির কারখানায় গিয়ে দেখা গেল পতাকা সেলাই, প্রিন্ট, কাটা ও জার্সি তৈরির ধুম লেগে গেছে। নিপুণ হাতে দর্জি জার্সিতে রং ও নম্বর বসাচ্ছেন দর্জি।

হৃদয় নামক এক দর্জির সঙ্গে কথাও হলো। বিশ্বকাপ ব্যস্ততার কথা জানাতে গিয়ে তিনি বললেন, ‘অন্যন্য সময়ে সাধারণত রাত ৮টা পর্যন্ত কাজ করি। সামনে বিশ্বকাপ তাই এখন সারারাতই কাজ করতে হয়। সকালেই ঢাকা বাইরে মাল ডেলিভারি দিতে হবে। তাই রাত জেগে প্রিন্ট ও সেলাইয়ের কাজে কারিগরদের ব্যস্ত থাকতে হয়। ’

কোন জার্সির এবং পতাকার চাহিদা বেশি? এমন প্রশ্নের জবাব পেতে আর তার কাছে যেতে হলো না। সরেজমিনে ঘুরে দেখা গেল আর্জেন্টিনার জার্সি তৈরিতেই তারা বেশি ব্যস্ত। মেসির নাম ও জার্সি নম্বর বসাতে বসাতে তাদের ক্লান্ত প্রায় অবস্থা।

তাদের কথা ভেবেই দর্জি ও বিক্রেতাদের এমন নিরলস পরিশ্রম। সেটা নিছক এমনি এমনি নয়। বিশ্বকাপ সামনে রেখে আয়ের দারুণ একটা সুযোগও তারা পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মে ২০, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।