ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার মূল স্কোয়াডে দিবালা, নেই ইকার্দি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মে ২১, ২০১৮
আর্জেন্টিনার মূল স্কোয়াডে দিবালা, নেই ইকার্দি! আর্জেন্টিনার মূল স্কোয়াডে নেই ইকার্দি-ছবি: সংগৃহীত

এক সপ্তাহ আগেই বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনার ৩৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন কোচ জর্জ সাম্পাওলি। আজ (সোমবার ২১ মে) ঘোষণা করার আগেই দেশটির সংবাদ মাধ্যমের হাতে চলে এসেছে ২৩ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড। ফাঁস হওয়া স্কোয়াডে আছেন পাওলো দিবালা, তবে জায়গা হারিয়েছেন মাউরো ইকার্দি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে’ ও টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, তাদের হাতে চলে এসেছে আর্জেন্টিনার ২৩ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড। দলে আছেন ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাসের তারকা দিবালা।

তবে ইন্টার মিলানের তারকা ইকার্দির সুযোগ হয়নি। অথচ, ধুঁকতে থাকা ইন্টারকে চ্যাম্পিয়নস লিগে তোলার পেছনে তার ভূমিকা অনেক। সিরি আ’তে ৩৪ ম্যাচে ২৯ গোল করা ইকার্দির সুযোগ না পাওয়াটা তাই দুর্ভাগ্যজনক।

রাশিয়া বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’এ পড়েছে আর্জেন্টিনা। বাকি তিন দল- আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা। মেসির মতো বিশ্বসেরা তারকা দলে থাকলে সবই সম্ভব। আবার মেসির ওপর অতি নির্ভরতা দলের ভরাডুবির কারণও হতে পারে।

ওলে’র ফাঁস করা আর্জেন্টিনার ২৩ জনের স্কোয়াডঃ

গোলরক্ষকঃ সার্জিও রোমেরো, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো।

রক্ষণভাগঃ গ্যাব্রিয়েল মারকাদো, ফেডেরিকো ফ্যাজিও, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো।

মধ্যমভাগঃ এভার বানেগা, জাভিয়ার মাশ্চেরানো, এডুয়ার্ডো সালভিও, লুকাস বিলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা, মার্কোস অ্যাকুনা।

আক্রমণভাগঃ লিওনেল মেসি, ক্রিস্টিয়ান পাভোন, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।

বাংলাদেশ সময়ঃ ১৭১৬ ঘণ্টা, ২১ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।