ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মোরাতা-রবার্তোকে বাইরে রেখে স্পেনের বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ২১, ২০১৮
মোরাতা-রবার্তোকে বাইরে রেখে স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ছবি: সংগৃহীত

বেশ চমক দিয়েই স্পেনের ২৩ সদস্যের রাশিয়া বিশ্বকাপের স্পোয়াড ঘোষণা করলেন কোচ হুলেন লোপেতেগুয়ে। দলে জায়গা হয়নি আলভারো মোরাতা, সার্জিও রবার্তো ও ভিতোলোর মতো ফুটবলাররা।

ডাক পাননি ২০১০ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেদ্রো। মিডফল্ডে দেখা যাবে না হুয়ন মাতাকেও।

সবাইকে অবাক করে দিয়ে আর্সেনালের নাচো মনরিয়েলকে ডাকা হয়েছে দলে। ফরোয়ার্ড হিসেবে অভিজ্ঞ দিয়েগো কস্তা ছাড়াও ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত রদ্রিগো। লা লিগায় দুর্দান্ত ফর্মে থাকা ইয়াগো আসপাসও দলে আছেন।

১৪ জুন থেকে অনুষ্ঠেয় বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে স্পেনের প্রতিপক্ষে হিসেবে আছে পর্তুগাল, ইরান ও মরক্কো। গ্রুপ পর্বে ১৫ জুন পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। এরপর ২০ তারিখ ইরান ও ২৫ তারিখ মরক্কোর বিপক্ষে খেলবে লা রোজারা।

স্পেনের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পেপে রেইনা।

রক্ষণভাগ: দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েতা, জর্ডি আলবা, নাচো মনরিয়েল।

মধ্যমভাগ: সার্জিও বুসকেটস, সল নিগুয়েজ, থিয়াগো আলকানত্রা, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, ডেভিড সিলভা, ইসকো।

আক্রমণভাগ: মার্কো এসেনসিও, লুকাস ভাসকুয়েজ, দিয়েগো কস্তা, রদ্রিগো মরেনো, ইয়াগো আসপাস।

বাংলাদেশ সময়: ১৮১৫, মে ২১, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।