ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দ্রুত সেরে উঠছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১৮
দ্রুত সেরে উঠছেন নেইমার ছবি- নেইমার

ঢাকাঃ  নেইমারের ইনজুরি নিয়ে চিন্তিত ব্রাজিল সমর্থকদের জন্য সুসংবাদ। প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে উঠছেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের সেরে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের ফিটনেস কোচ ফ্যাবিও মাহসেরেজিয়ান।

রাশিয়া বিশ্বকাপে ১৭ জুন ব্রাজিলের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ থেকেই নেইমারকে মাঠে পাওয়ার আশা ব্রাজিল দলের।

আর আশার পালে জোর হাওয়া লাগিয়ে সুসংবাদ নিয়ে হাজির দলের ফিটনেস কোচ মাহসেরেজিয়ান। জানালেন, ‘প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন নেইমার। '

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে দলের সাথে প্রায় একমাস অনুশীলন করবেন তিনি (নেইমার)। '

ব্রাজিল দলের ট্রেনারের মতে, নেইমার বিশ্বকাপের জন্য তৈরি। তিনি বলেন, ‘সে (নেইমার) এরইমধ্যে বল নিয়ে অনুশীলন করছে, ড্রিবলিং করছে এবং এখন আমরা তার এই প্রক্রিয়াকে পরবর্তী ধাপে নিয়ে যাবো। '

বিশ্বকাপ শুরুর আগে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জুনের ৩ ও ১০ তারিখে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এই দুই ম্যাচে নেইমারকে পাওয়ার ব্যাপারে নিশ্চিত করতে পারেন নি ফ্যাবিও মাহসেরেজিয়ান।  

তবে দলের সেরা তারকাকে নিয়ে উচ্ছ্বসিত ফিটনেস কোচ বলেন, ‘সে অনেক উঁচু মাপের খেলোয়াড় এবং সে আমাদের সহায়তা করার জন্য অসাধারণ কিছু করতে সক্ষম। '

গত ২৫ ফেব্রুয়ারিতে ফ্রান্সের ঘরোয়া ফুটবল লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে ছিটকে পড়েন নেইমার। সে থেকে মাঠের বাইরে চলে যাওয়া এই ব্রাজিলিয়ান তারকা দ্রুত মাঠে ফিরতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জিমে অনুশীলন শুরু করেন। তার আগে নিজ দেশ ব্রাজিলে অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ কাটিয়ে আসেন তিনি। পিএসজিতে ফিটনেস নিয়ে কাজ করার পর আবার ব্রাজিলে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

২০১৪ সালে নিজ দেশের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পিঠের ইনজুরি পড়ে কোয়ার্টার ফাইনালেই শেষ হয় নেইমারের বিশ্বকাপ অভিযান। তার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এই কারণেই ২৬ বছর বয়সী তারকার পুরো ফিটনেস ফিরে পাওয়ার প্রতিক্ষায় পুরো ব্রাজিল।  
 
বাংলাদেশ সময়ঃ ১৬৪৬ ঘণ্টা, ২৪ মে, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।