ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

দলের প্রয়োজনে মরতেও রাজি মাচেরানো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ২৪, ২০১৮
দলের প্রয়োজনে মরতেও রাজি মাচেরানো! ছবি- হাভিয়ের মাচেরানো

ঢাকা:  শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে খেলতে নামবেন হাভিয়ের মাচেরানো। এবারের বিশ্বকাপকে নিজের শেষ যুদ্ধ আখ্যা দিয়ে দলের প্রয়োজনে মরতেও রাজি আছেন এই তারকা ডিফেন্ডার।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ডেপুটি হিসেবে মাঠে থাকবেন মাচেরানো। ৩৩ বছর বয়সী সাবেক এই বার্সা তারকা সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নিজের ভাবনা তুলে ধরেন।

 

সাংবাদিকদের সাথে আলাপচারিতায় নিজের শেষ বিশ্বকাপ ঘিরে তার পরিকল্পনা নিয়ে মাচেরানো বলেন, ‘এটা আমার জন্য পরিষ্কার যে, এটাই আমার শেষ সুযোগ। আশা করি শীর্ষে আরোহণ করতে পারবো। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে, আর্জেন্টিনা যে কঠিন প্রতিযোগী সেটা প্রমাণ করা। আমি আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছি তা আমার কল্পনার বাইরে। আমি জানি আমি কি করতে পারি আর কি মিস করতে চলেছি। গত ১৫ বছরে আমার একটাই চিন্তা ছিল, কিভাবে শীর্ষ খেতাব জয় করা যায়। '

তিনি আরও বলেন, ‘আমি একজন যোদ্ধা। কোচের যেখানে প্রয়োজন আমি সেখানেই হাজির হবো। এখন থেকে এটাই আমার দায়িত্ব। এটাই আমার শেষ যুদ্ধ। এর জন্য আমি জীবন দিতেও রাজি। '
 
চতুর্থ ও শেষবারের মতো বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনা দল নিয়েও কথা বলেন মাচেরানো। দলের মূল গোলরক্ষক সার্জিও রোমেরোকে হারিয়ে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা স্বীকার করে তিনি বলেন, ‘রোমেরো শুধু একজন খেলোয়াড়ই নয়, দলের একজন নেতাও। সে গত ১০ বছর আমাদের গোলপোস্ট সামলেছে। তার অভাব পূরণ হওয়ার নয়। '

তবে ফুটবলের নির্মম বাস্তবতা মেনেই মাচেরানোর প্রত্যাশা, বিকল্প গোলরক্ষক নাহুয়েল গুজমানকে নিয়েই  এগিয়ে যাবে আর্জেন্টিনা।  

এবারের বিশ্বকাপে অংশ নিয়ে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিবেন মাচেরানো। তবে এই দীর্ঘ সময়ে কোন শিরোপার স্বাদ না পাওয়ার অতৃপ্তি নিয়েই বিশ্বকাপে পা দিচ্ছেন তিনি। এবার রাশিয়া বিশ্বকাপে সেই অপ্রাপ্তির হিসেব মিটিয়ে ফেলাই তার মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ২৪ মে ২০১৮

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।