ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপা রাখার জায়গা নেই রিয়ালের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, মে ২৯, ২০১৮
শিরোপা রাখার জায়গা নেই রিয়ালের! ছবি: সংগৃহীত

কিয়েভে রেকর্ড ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিজেদের শ্রেষ্ঠত্বকে আরও ওপরে নিয়ে গেল রিয়াল মাদ্রিদ। তবে মজার কথা স্প্যানিশ জায়ন্টদের জাদুঘরে নতুন শিরোপা রাখার মতো আর কোনো জায়গা নেই!

রিয়ালের জাদুঘর হলো মাদ্রিদের তৃতীয় বৃহত্তম জাদুঘর। রেইনা সোফিয়া ও দ্য প্রাদোর পরেই এর স্থান।

২০১৪ সালে লিসবনে ডেসিমা জেতার পর জাদুঘরের একটি বিশেষ জায়গায় রিয়াল ১০টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি রেখেছিল। কিন্তু জিনেদিন জিদানের অধীনে টানা তিনটি শিরোপা এই জায়গাকেও ছোট প্রমাণ করেছে।

২০১৬ সালে মিলানের জয়টিও সমস্যা হয়নি, কেননা তখনও আরও জায়গা ছিল। পরের বছরে কার্ডিফে জয়ের পর জাদুঘরে চ্যাম্পিয়নস লিগ সেকশনটি কিছুটা বড় করা হলেও জায়গাটি তাদের অন্য ইউরোপিয়ান শিরোপার জন্য বরাদ্দ ছিল।

তবে এই সমস্যা দূর করতে ইতোমধ্যে ব্যবস্থা হাতে নিয়েছে রিয়াল কতৃপক্ষ। সমর্থকদের নতুন শিরোপা দেখাতে কাজ করছে তারা। তবে সম্পূর্ণ ব্যবস্থা না হওয়া পর্যন্ত কিয়েভের শিরোপ সেই ১২টি থেকে আলাদা একটি জায়গায় শোভা পাবে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ২৯ মে, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।