ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল ছাড়লেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ৩১, ২০১৮
রিয়াল ছাড়লেন জিদান জিনেদিন জিদান- ছবিঃ সংগৃহিত

টানা তিন ইউরোপ সেরার মুকুট মাথায় নিয়ে রিয়াল মাদ্রিদ ছাড়লেন ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় ও কোচ জিনেদিন জিদান।

বৃহস্পতিবার (৩১ মে) এক সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথে সংবাদ সম্মেলনে এসে ক্লাব ছাড়ার ঘোষণা দেন ফরাসি গ্রেট জিনেদিন জিদান। সাংবাদিকদের অবাক করে দিয়ে তিনি বলেন, ‘এটা (ক্লাব ছাড়া) আমার সিদ্ধান্ত।

হয়তো এটা ভুল। কিন্তু, আমি মনে করি এটাই সময়। আমি যদি মনে না করি যে, জেতার ধারা ধরে রাখতে পারবো তাহলে এটাই সময়। ‘

বাংলাদেশ সময়ঃ ১৭৩৫ ঘন্টা, মে ৩১, ২০১৮

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।