ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ফিরছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ৩, ২০১৮
ফিরছেন নেইমার! অনুশীলনে ব্যস্ত নেইমার। ছবি: সংগৃহীত

অবশেষে নেইমার ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ইনজুরি কাটিয়ে রোববার (৩ জুন) মাঠে নামছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। রাশিয়া বিশ্বকাপের আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার কথা জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

এ প্রসঙ্গে তিতে বলেন, ‘শুরুতে সে (নেইমার) বেঞ্চে থাকবে।  কেননা সে এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি।

 বিশ্বকাপের আগে আমাদের পুরো দলকেই প্রস্তুত করতে হবে।  তাই দ্বিতীয়ার্ধে খেলবে সে। ’

গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়া নেইমারকে নিয়ে ব্রাজিল ভক্ত-অনুরাগীদের দুশ্চিন্তার শেষ ছিল না। তবে চোট কাটিয়ে দলে ফেরার খবরে নেইমার ভক্তরা এখন কিছুটা চাপ মুক্ত হতে পারেন।

বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় শুরু হবে ব্রাজিল-ক্রোয়েশিয়ার প্রীতি ম্যাচটি।  আগামী ১৪ জুন রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠলেও ১৭ জুন নিজেদের মিশন শুরু করবে ব্রাজিল।  প্রথম ম্যাচে নেইমার-সিলভাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৮

এমকেএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।