ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রাশিয়ার মূল স্কোয়াডে চমক জমজ ভাই মিরানচুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ৪, ২০১৮
রাশিয়ার মূল স্কোয়াডে চমক জমজ ভাই মিরানচুক রাশিয়ার মূল স্কোয়াডে চমক জমজ ভাই মিরানচুক-ছবি: সংগৃহীত

২০১৮ ফিফা বিশ্বকাপের অায়োজক দেশ রাশিয়া তাদের ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছে। আর এই স্কোয়াডে চমক হচ্ছে জমজ ভাই আলেক্সেই মিরানচুক ও আন্তন মিরানচুক। এছাড়া এই দলের আরেকটি আকর্ষণ হচ্ছে ভ্লাদিমির গাবুলভ ও দেনিস চেরিশেভ ছাড়া বাকি সবাই রাশিয়ান ক্লাবগুলোতে খেলে। ফলে বিশ্বকাপে বাড়তি সুবিধেই পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের।

এর আগে সর্বশেষ ২০০৬ সালে জার্মান বিশ্বকাপে সুইজারল্যান্ডের ফিলিপ এবং ডেভিড ডেগানের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন জমজ ভাই মিরানচুক।

রাশিয়ান দলে আরও একটি চমক আগামী জুলাইতে ৩৯ বছরে পা দিতে যাওয়া রক্ষণভাগের ফুটবলার সের্গেই ইগনাশেভিচ।

রুশলান কোমাবলভের ইনজুরিতে তিনি সুযোগ পেয়েছেন।

রাশিয়ার ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: ইগর আকিনফিভ, ভ্লাদিমির গাবুলভ, আন্দ্রেই লুনেভ।

রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, ভ্লাদিমির গ্রানাত, সের্গেই ইগনাশেভিচ, ফেদর কুদ্রিয়াশভ, ইলিয়া কুতেপভ, আন্দ্রেই সেমেনভ, ইগর স্মলনিকভ।  

মধ্যমভাগ: দেনিস চেরিশেভ, আলান জাগোয়েভ, ইউরি গাজিনস্কিয়ি, আলেক্সান্দর গোলোভিন, দালের কুজিয়ায়েভ, আন্তন মিরানচুক, আলেক্সান্দর সামেদভ, আলেক্সান্দর এরোখিন, ইউরি ঝিরকভ, রোমান জোবনিন।

আক্রমণভাগ: আর্তেম জিউবা, আলেক্সেই মিরানচুক ,ফেদর স্মলভ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৪ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।