ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

নিয়ম ভঙ্গে দুই ম্যাচ নিষিদ্ধ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, জুন ৫, ২০১৮
নিয়ম ভঙ্গে দুই ম্যাচ নিষিদ্ধ গার্দিওলা পেপ গার্ডিওলা। ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা থেকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠের নিয়ম ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে তাকে।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ ব্যবধানে ম্যান সিটিকে হারায় লিভারপুল। সে ম্যাচই নিয়ম বহির্ভূতভাবে মাঠেই নিজেদের টেকনিক্যাল স্টাফের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যানসিটির কোচকে।

এর জেরেই এই শাস্তির সম্মুখীন হন গার্দিওলাকে।

এছাড়া লিভারপুলকেও ২০,০০০ ইউরো জরিমানা করেছে উয়েফা। অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লিগের ম্যাচে ম্যানসিটির বাসের উপর হামলা করে লিভারপুলের ফ্যানরা। ‘অ্যাক্ট অব ড্যামেজে’ অভিযুক্ত হওয়ার কারণেই এই মাশুল গুনতে হবে ক্লাবটিকে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুন, ২০১৮

এমকেএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।