ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

‘বিশ্বসেরা’ হতে নেইমারকে রিয়ালে যেতে বললেন রিভালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
‘বিশ্বসেরা’ হতে নেইমারকে রিয়ালে যেতে বললেন রিভালদো নেইমার ও রিভালদো-ছবি: সংগৃহীত

‘বিশ্বসেরা’ খেলোয়াড় হতে চাইলে নেইমারকে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যেতে হবে বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রিভালদো। নেইমারের ক্লাব বদল নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে স্বদেশি কিংবদন্তি এই অভিমত প্রকাশ করলেন।

স্প্যানিশ একটি টেলিভিশন জানায়, চলতি সপ্তাহের শুরুতে ৩১০ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে লস ব্লাংকোসরা। যদিও তা অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ।

তবে স্পোর্ট বিল্ডে দেওয়া এক সাক্ষাৎকারে রিভালদো ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘আমার মতে, সে পিএসজিতে থাকলে ব্যালন ডি’অর জিততে পারবে না। যদি সে এটা অর্জন করতে চায়, তাহলে তাকে বিশ্বের সেরা কোনো দলেই খেলতে হবে। ’

নেইমারের রিয়ালে যাওয়া কেন জরুরি তাও ব্যাখ্যা করে রিভালদো বলেন, ‘সে প্যারিস সেইন্ট জার্মেইয়ের নতুন কোচ থমাস তুশেলের অধীনে কখনই ব্যালন ডি’অর জিততে পারবে না। তার যে ফুটবল খেলা দরকার তা স্পেনে খেলা হয়। এজন্যই নেইমারের রিয়ালে যাওয়া জরুরি। ’

নেইমারের রিয়ালে যাওয়া নিয়ে আশাবাদী রিভালদো বলেন, ‘এটা হবে বলে আমি আশা করি। ইউরোপের অন্য বড় সব দল যেমন- বার্সেলোনা, রিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখের মতো প্যারিসের ক্লাবটির ফুটবলীয় ঐতিহ্য নেই। ’

এদিকে উয়েফা ঘোষণা করেছে যে তারা পিএসজির গত মৌসুমে ২২২ মিলিয়ন ডলারে নেইমারকে কেনাসহ অন্য আর্থিক ক্ষেত্রে ফেয়ার প্লে নীতি মানা হয়েছে কি-না ক্ষতিয়ে দেখবে। এ বিষয়টি খতিয়ে দেখতে গেলে আবার নেইমারের রিয়াল মাদ্রিদে যাওয়াটা কিছুটা জটিলতায়ই পড়বে বলা যায়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এমএইচএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।