ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

খুলনায় রোটারিয়ান-রোটারেক্টদের প্রীতি ফুটবল ম্যাচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
খুলনায় রোটারিয়ান-রোটারেক্টদের প্রীতি ফুটবল ম্যাচ রোটারিয়ান-রোটারেক্টদের প্রীতি ফুটবল ম্যাচ। ছবি: বাংলানিউজ

খুলনা: বিশ্বকাপ ফুটবল-২০১৮কে স্মরণীয় করে রাখতে খুলনায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ জুলাই) বিকেলে জিলা স্কুল মাঠে খুলনা জোনের রোটারিয়ান এবং রোটারেক্টদের এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দু’টি পর্বে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে রোটারেক্টরা ১-০ গোলে জয় লাভ করে। দ্বিতীয় পর্বে টাইব্রেকার হয়। এতে ২-১ গোলে রোটারিয়ানরা জয় লাভ করে।

এসময় উপস্থিত ছিলেন- জোন অ্যাডভাইজার ড. মোস্তফা কামাল, জোন অ্যাডভাইজার রোটারিয়ান পিপি রেজাউল করীম, জোন অ্যাডভাইজার রোটারিয়ান পিপি কামরুল করীম বাবু, জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি সাজ্জাদুল ইসলাম, জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি আরিফ কামাল চৌধুরী, রোটারিয়ান পিপি ডেপুটি গভর্নর মোল্লা মারুফ রশিদ, রোটারিয়ান পিপি বেগ রফিকুল ইসলাম, রোটারিয়ান পিপি আব্দুল ওয়াদুদ, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আশিষ দে, রোটারিয়ান পিপি আসাদুজ্জামান সোহাগ, জোন কমিটি চেয়ার রোটারিয়ান পিপি আজিজুল হাসান দুলু, রোটারিয়ান পিপি পলাশ সাহা, রোটারিয়ান পিপি চৌধুরী রায়হান ফরিদ, রোটারি ক্লাব রূপসার প্রেসিডেন্ট এস এম হাবিব, রোটারি ক্লাব গোল্ডেন সিটির প্রেসিডেন্ট মো. শামীম, রোটারি ক্লাব ভৈরবের প্রেসিডেন্ট ইন্দ্রজিত বৈদ্য প্রমুখ। ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জোন কমিটি চেয়ার রোটারিয়ান পিপি আজিজুল হাসান দুলু বাংলানিউজকে বলেন, নিজ দেশ বিশ্বকাপের রঙিন মঞ্চে না থাকলেও আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস-উন্মাদনায় এবং উৎসবের কমতি নেই খেলাপাগল বাংলার জনগণের। বিশ্বকাপ ফুটবল-২০১৮কে স্মরণীয় করে রাখতে খুলনা রোটারি এবং রোটারেক্টদের এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। স্বপ্ন দেখি কোনো একদিন লাল-সবুজের পতাকা উড়বে বিশ্বকাপ মঞ্চে।
 
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।