ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ফেসবুকে নিজের জীবনী বলবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
ফেসবুকে নিজের জীবনী বলবেন রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোকে নাকি ছোটবেলায় ‘ক্রাই বেবি’ নামে ডাকা হতো। কারণ, খেলায় হেরে গেলে কিংবা সতীর্থ খেলোয়াড়রা বল পাস না দিলে তিনি নাকি কেঁদে ফেলতেন। এ ঘটনা হয়তো কেউ জানেন অথবা অনেকেই জানেন না। 

এই মহাতারকার ব্যক্তিগত জীবনের এমন সব ঘটনা ফুটবলপ্রেমীদের জানার সুযোগ করে দিচ্ছে ফেসবুক। সিআর-সেভেন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন নিজেই! এজন্য ফেসবুক রোনালদোকে দেবে এক কোটি মার্কিন ডলার।

 

মার্কিন সংবাদমাধ্যমে এ বিষয়ে বলা হচ্ছে, ফেসবুক রোনালদোকে নিয়ে ১৩ পর্বের একটি রিয়েলিটি ‘শো’ নির্মাণে কাজ করছে। এজন্য ১০ মিলিয়ন ডলার চুক্তির প্রস্তাবও দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।  

১৩ পর্বের ‘রিয়েলিটি শো’টি ডকুমেন্টরির মতো হবে। ‘রিয়েলিটি শো’তে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবেন রোনালদো। ফেসবুক ওয়াচে ১৩ পর্বের এই রিয়েলিটি শো সম্প্রচার করা হবে। প্রযোজক হিসেবে থাকবে মার্কিন প্রতিষ্ঠান ‘ম্যাটাডোর কনটেন্ট’ ও ‘রিলিজিয়ন অব স্পোর্টস’।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে এটিই হতে পারে ফেসবুকের সর্ববৃহৎ চুক্তি।  

রোনালদো ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। ফেসবুকে এ পর্তুগিজ তারকার ফ্যানের সংখ্যা ১২ কোটি ২০ লাখ।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।