ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোকে বিশ্বসেরা স্ট্রাইকার বললেন জুভি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
রোনালদোকে বিশ্বসেরা স্ট্রাইকার বললেন জুভি কোচ ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বসেরা স্ট্রাইকার বলে মন্তব্য করেছেন ইতালীয় ফুটবল ক্লাব জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে খুব দ্রুতই পাড়ি জমাতে পারেন ৩৩ বছর বয়সী এই পর্তুগিজ স্ট্রাইকার। আর এই সময়ে এসে জুভেন্টাস কোচ তাকে বিশ্বসেরা স্ট্রাইকার অভিহিত করে তার ক্লাবে আনার রাস্তা কমালেন।

 

বেশ কিছুদিন ধরে গুঞ্জনের পর অবশেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসেই যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তবে কবে যাবেন সেটা নিশ্চিত নয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।