ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মনপুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
মনপুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল পুরস্কার হাতে চ্যাম্পিয়নরা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার মনপুরায় প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৪৩টি স্কুল এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

শনিবার (১৪ জুলাই) উপজেলার মাঠে দেড় মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে প্রতিদ্বন্দিতা করে হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কূলাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এতে কূলাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।  

অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনালে হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আন্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।